বিনোদন ডেস্ক : আজ নাট্যাচার্য প্রয়াত সেলিম আল দীন-এর ৬৭তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে সেলিম আল দীনের নাট্য-ঐতিহ্যের ধারক নাট্যসংগঠন স্বপ্নদল বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করেছে তিনদিন ব্যাপী ‘নাট্যাচার্য সেলিম আল দীন জন্মোৎসবÑ২০১৬’। উৎসব চলবে ২০ আগস্ট পর্যন্ত। উৎসবের স্লোগান ‘ঔপনিবেশিকতার শৃঙ্খল ভেঙে বাঙলা নাট্যের স্বর্ণালি দিন, প্রেরণা মোদের রবীন্দ্রনাথ সঙ্গী সেলিম আল দীন’ এবং উৎসবটি উৎসর্গ করা হচ্ছে সংস্কৃতিজন প্রয়াত রণজিৎ কুমার বিশ্বাসের স্মৃতির প্রতি। উৎসবের প্রথম দিন আজ সকাল ৮টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নাট্যাচার্যের সমাধি অভিমুখে স্মরণ-শোভাযাত্রা ও পুষ্পাঞ্জলি অর্পণ। সন্ধ্যা ৭টায় এক্সপেরিমেন্টাল থিয়েটারে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রয়াত রণজিৎ কুমার বিশ্বাসের সহধর্মিণী শেলী সেনগুপ্তা। এরপর মঞ্চায়িত হবে জাহিদ রিপনের নির্দেশনায় বাঙলা নাট্যরীতিতে নির্মিত সেলিম আল দীনের কালজয়ী সৃষ্টি ‘হরগজ’। দ্বিতীয় দিন ১৯ আগস্ট শুক্রবার সন্ধ্যা ৭টায় স্টুডিও থিয়েটারে থাকবে আরব্য রজনী-র ‘আলাদিনের আশ্চর্য প্রদীপ’ অবলম্বনে জাহিদ রিপনের কাহিনী পুনর্বিন্যাস ও নির্দেশনায় বাঙলা মূকাভিনয়রীতিতে নবরূপে নির্মিত মূকনাট্য (মাইমোড্রামা) ‘জাদুর প্রদীপ-এর প্রদর্শনী। উৎসবের সমাপনী দিন বেলা সাড়ে ৩টায় শিল্পকলা একাডেমির সেমিনার/মহড়া কক্ষে নাট্যজন রামেন্দু মজুমদারের সভাপতিত্বে একক বক্তৃতানুষ্ঠানে ‘সেলিম আল নাট্যদর্শন তথা বাঙলা নাট্যরীতি প্রসারে প্রতিবন্ধকতা এবং উত্তরণের উপায়’ শীর্ষক বক্তব্য প্রদান করবেন মঞ্চসারথি আতাউর রহমান। অনুষ্ঠানে অতিথি হিসেবে থেকে মতামত ব্যক্ত করবেন নাট্যজন এসএম মহসীন, বেগমজাদী মেহেরুন্নেসা, ইউসুফ হাসান অর্ক, মোহাম্মদ জসীম উদ্দিন, সুদীপ চক্রবর্তী, রিজোয়ান রাজন, আনন জামান, আল জাবীর, সামাদ ভূঞা প্রমুখ। স্বাগত বক্তব্য দেবেন স্বপ্নদলের প্রধান সম্পাদক এবং উৎসবের আহ্বায়ক জাহিদ রিপন। এ অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন