বিনোদন ডেস্ক : ২০১৩ সালে প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী খেয়ার প্রথম একক অ্যালবাম ‘মন মানে না’ প্রকাশিত হয়। ওই বছরই টিউমার থেকে নিউরোফাইব্রোসারকোমা নামের এক কঠিন রোগ ধরা পড়ে তঁাঁর শরীরে। শুরু হয় রোগের সাথে যুদ্ধ। এই যুদ্ধে জয়ী হয়ে খেয়া আবার সঙ্গীত জগতে ফিরে এসেছেন। প্রকাশিত হতে যাচ্ছে তার নতুন একক অ্যালবাম। অ্যালবামটির নামও রাখা হয়েছে খেয়া। খেয়া বলেন, ফোক ও আধুনিক ধাঁচের তিনটি গান নিয়ে এই অ্যালবামটি প্রকাশ হবে। একটি গানে তাঁর সঙ্গে কণ্ঠ দিয়েছেন কাজী শুভ। অ্যালবামের তিনটি গানই লিখেছেন জিয়াউদ্দিন আলম। সুর করেছেন জে কে, মজলিস, রেজওয়ান শেখ ও মেহতাজ। সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু, জে কে ও রেজওয়ান শেখ। ঈদুল আজহায় লেজারভিশনের ব্যানারে অ্যালবামটি সিডি আকারে বাজারে আসার কথা রয়েছে। একইসঙ্গে একটি গানের ভিডিও ইউটিউবে ছাড়া হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন