বিনোদন ডেস্ক : আজ চিত্রনায়ক ফারুকের জন্মদিন। তবে ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধুর প্রয়াণের পর আর কখনোই নিজের জন্মদিন বিশেষভাবে উদ্যাপন করেননি তিনি। ছোটবেলা থেকেই তার জন্মদিন খুব একটা পালন করা হতো না। কারণ মাত্র আট বছর বয়সে ফারুক তার মা আফজালুন্নেসাকে হারিয়েছেন। মাকে হারানোর পর ফারুক জীবনসংগ্রামে জড়িয়ে পড়েন। তাই জন্মদিন নিয়ে কখনোই তার বিশেষ কোন আগ্রহ ছিল না। আজ জন্মদিনে দুটি স্যাটেলাইট চ্যানেলে তিনি দুটি ভিন্ন অনুষ্ঠানে হাজির হবেন। একটি বৈশাখী টিভির ‘আলাপন’ এবং অন্যটি চ্যানেল আই’য়ের ‘তারকা কথন’। তবে ফারুক বলেন ভিন্নকথা। ফারুক বলেন, ‘আমার জন্মদিনে দুটি চ্যানেলের নিমন্ত্রণে আমি ঠিকই দুটি অনুষ্ঠানে যাচ্ছি। কিন্তু জন্মদিন নিয়ে আমার মাঝে তেমন কোন বিশেষ অনুভূতি নেই। কারণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান আমাকে খুব আদর করতেন। আর আগস্টেই আমরা তাকে নির্মমভাবে হারিয়েছি। সেই শোক আজও ভোলার নয়। তাই তার শোকেই কাটে এই মাসটি। নিজের জন্মদিন নিয়ে তাই কোন আগ্রহ থাকে না। আজ জন্মদিনে ফারুক চ্যানেলের অনুষ্ঠানে অংশগ্রহণ ছাড়া পরিবারের সঙ্গেই কাটাবেন। চলচ্চিত্রের বিশিষ্ট এই অভিনেতাকে বিনোদন প্রতিদিনের পক্ষ থেকে শুভেচ্ছা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন