শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

গওহর খান আর জায়েদ দরবারের বাগদান সম্পন্ন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

সব জল্পনাকল্পনার অবসান হয়েছে। অভিনেত্রী গওহর খানের সঙ্গে বলিউডের মিউজিক কম্পোজার ইসমাইল দরবারের ছেলে কোরিওগ্রাফার এবং সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার জায়েদ দরবারের বাগদান সম্পন্ন হয়েছে। গওহর আর দুজনই একটি আংটির ইমোজি পোস্ট করে ‘সে সায় দিয়েছে’ লেখা একটি বেলুনের ছবি যুক্ত করেছেন। গত কয়েক মাস ধরে গওহর আর জায়েদ তাদের যুগল ছবি প্রকাশ করে যাচ্ছেন আর সঙ্গে তাদের সম্পর্ক সরাসরি না হলেও ঘোষণা করে যাচ্ছেন। গত আগস্ট থেকে ইসমাইল দরবারের ছেলে গওহরের সঙ্গে ছবি প্রকাশ করে যাচ্ছেন। ইসমাইল দরবার একটি দৈনিককে তার ছেলের সঙ্গে গওহরের সম্পর্ক নিয়ে বলেছিলেন, “জায়েদ যদি গওহরকে বিয়ে করে আমি তাদের আশীর্বাদ করব না কেন? জায়েদ বিয়ে করতে চাইলে আমি আপত্তি করব কেন? জায়েদের বয়স ২৯, সে কি করছে তা ভালই জানে। আয়েশাও (স্ত্রী) তাই বলেছে। সে জায়েদকে বলেছে সে যদি খুশি থাকে আমরাও খুশি। সে তার সিদ্ধান্ত নেয়ার জন্য যথেষ্ট বয়স।” গওহর আর জায়েদের বিয়ে হবে ডিসেম্বরে। কাজের ক্ষেত্রে গওহর খান (৩৭) ‘বিগ বস ১৪’তে ‘তুফানি সিনিয়র’ হিসেবে যোগ দিয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন