শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

গৌরনদীতে সাপের কামড়ে ভ্যান চালকের মৃত্যু

গৌরনদী (বরিশাল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০২০, ৪:২৫ পিএম

বরিশালের গৌরনদীতে সাপের কামড়ে ফারুক দেওয়ান (২৭) নামের এক ভ্যান চালক মারা গেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার বার্থী ইউনিয়নের তাঁরাকুপি গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের মৃত মজলুম দেওয়ানের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ব্যাটারি চালিত ভ্যান চালানোর শেষে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুই সন্তানের জনক ফারুক দেওয়ান বাড়ি ফিরে আসে। এ সময় ফারুক বসত ঘরের বাহির থেকে ফাঁকা দিয়ে দরজা খোলার সময় বিষধর সাপে তার ডান হতে কামড় দেয়। এরপর স্থানীয় ওঝা দিয়ে ঝাঁড়ফুক দেয়ার দেড়ঘন্টা পর সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষনিক ফারুককে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়ার পথিমধ্যে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে সে (ফারুক) মারা যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন