শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

বুড়ো হবার সময় নেই : ডলি পার্টন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

আসছে জানুয়ারিতে পঁচাত্তরে পা দেবেন কান্ট্রি মিউজিকের কিংবদন্তি ডলি পার্টন। তিনি জানিয়েছেন তিনি কখনও বুড়ো হবেন না। ওপরা উইনফ্রি’র ‘দি ওপরা কনভারসেশন’ অনুষ্ঠানের একটি পর্বে পার্টন নিজের সম্পর্কে অনেক কথা অকপটে বলেছেন। “বয়সের প্রতিটি পর্যায় অতিক্রম করার সময় আমি জানতে চাই সেই সংখ্যাটির প্রভাব যদি থেকে থাকে তা আপনার ওপর কী?” ওপরা জিজ্ঞাসা করেন। “আমি সংখ্যা দিয়ে আমার জীবনকে মূল্যায়ন করি না। প্রথমত আমি কখনোই বুড়ো হবো না কারণ বুড়ো হবার সময় নেই আমার। বুড়ো হবার জন্য আমার অপেক্ষা করার সময় নেই,” পার্টন জবাবে বলেন। তিনি আরও বলেন, “বয়স যাই হোক আমি শীর্ষে থাকতে চাই।” “আমার মনে হয় না বয়স ৯৫ হলে আমাকে খুব অন্য রকম দেখা যাবে, যদি সে পর্যন্ত বেঁচে থাকি। আমি অনেকটা গ্যাবর বোনদের মত,” তিনি হাঙ্গেরিয়ান তারকা বোনদের উদ্ধৃতি দেন। তিনি মজা করে বলেন,” আমাকে তখন কার্টুনের মত দেখাবে।” “আমি মেক-আপ নেব। আর আমার প্লাস্টিক সার্জনরা যতটা মেনে নেয় ততটা তরুণ থাকব, মেক-আপ আর লাইটিং তো আছেই। সবচেয়ে বড় কথা হল ব্যাপারটা ভেতর থেকে আসে,” তিনি বলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন