শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

আন্তর্জাতিক অভিষেক চলচ্চিত্রের জন্য ফরাসি ভাষা শিখেছেন রাধিকা আপ্তে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে বলিউডের অভিনেত্রী রাধিকা আপ্তের যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের জন্য নির্মিতব্য চলচ্চিত্র ‘আ কল টু স্পাই’-এর জন্য তিনি ফরাসি ভাষা শিখেছেন এছাড়াও তাকে এই ফিল্মটির জন্য বিশেষ উচ্চারণভঙ্গি রপ্ত করতে হয়েছে। তিনি চলচ্চিত্রটিতে প্রথম মুসলমান নারী গুপ্তচর নুর ইনায়েত খানের ভূমিকায় অভিনয় করছেন। তার চরিত্র এবং চরিত্র বোঝা নিয়ে রাধিকা সাম্প্রতিক এক সাক্ষাতকারে বলেছেন, “রাশিয়াতে নুর ইনায়েত খানের জন্ম, তার মা ছিলেন মার্কিন নাগরিক আর বাবা ছিলেন ভারতীয়। তিনি ছিলন ব্রিটিশ নাগরিক, তবে দীর্ঘদিন ফ্রান্সে ছিলেন। তার মানে তার উচ্চারণের ভঙ্গি ছিল মিশ্র, আর তা আয়ত্ব করা বেশ কঠিন। সঠিক উচ্চারণের ভঙ্গি কেমন ছিল তা বের করাটাও কঠিন আমি ফরাসী সংলাপগুলো শেখার সিদ্ধান্ত নিয়েছি, তাতে খুব সাবলীল ছিলাম না। সৌভাগ্যক্রমে চূড়ান্ত শুটিংয়ের একদিন আগেই তা শেখা শেষ হয়ে যায়। আমি অনুশীলনের জন্য যথেষ্ট সময় পাইনি বলে আমি উদ্বিগ্ন ছিলাম। শেষ পর্যন্ত সব ঠিকভাবে শেষ হয়েছে।” নুর ইনায়েত খান রাজকীয় ব্রিটিশ বিমানবাহিনীর সদস্য হিসেবে ফ্রান্সে কর্মরত ছিলেন ১৯৪৪ সালে। দাকাও কনসেন্ট্রেশন ক্যাম্পে ৩০ বছর বয়সে তার মৃত্যু হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন