শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

সসেজ পার্টি

প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

কনরাড ভার্নন এবং গ্রেগ টিয়ারন্যান পরিচালিত এনিমেশন কমেডি চলচ্চিত্র ‘সসেজ পার্টি’। ভার্নন ‘শ্রেক টু’, ‘মনস্টার্স ভার্সেস এলিয়েন্স’ (২০০৯) এবং ‘মাদাগাস্কার থ্রি : ইউরোপ’স মোস্ট ওয়ান্টেড’ চলচ্চিত্রগুলো পরিচালনা করেছেন।  টিয়ারন্যান ‘থমাস অ্যান্ড ফ্রেন্ডস’ সিরিজের দুই ডজনেরও বেশি চলচ্চিত্র ও ভিডিও পরিচালনা করেছেন।
সবাই জানে সসেজ হলো মানুষের খাদ্য কিন্তু সুপার মার্কেটের তাকে সেই হটডগ সসেজের ধারণা অন্যরকম। সুপার মার্কেটের বাইরে যে অন্য দুনিয়া তার ধারণাই নেই। সে তার পরিচিত দুনিয়া, অর্থাৎ সুপার মার্কেটে কয়েকটি খাবার পণ্যের দলনেতা। এই সসেজটির নাম  লো ফ্র্যাঙ্ক (ভয়েস : সেঠ রোগেন)। তার বান্ধবী হল হটডগ বান ব্রেন্ডা বানসন (ভয়েস ক্রিস্টেন উইগ)। আর সঙ্গী হিসেবে আছে আরো দুই হটডগ সসেজ ব্যারি (ভয়েস : মাইকেল সেরা) এবং কার্ল (জোনা হিল)। তাদের প্রত্যাশা আর দাবি হলো মানুষের সঙ্গে সহাবস্থান। তাদের বিশ্বাস মানুষের বাড়িই হলো তাদের জন্য প্রতিশ্রুত দেশ। তার এই আন্দোলনে যোগ দেয় সুপার মার্কেটের গ্রোসারি অংশের আরো কিছু পণ্য। কিন্তু তাদের এই আশায় বালি পড়তে দেরি হয় না। অচিরেই তারা জানতে পারে দোকানের বাইরের চিত্র অন্য রকম। তারা যেমন ভেবে আসছে তেমন নয়। মানুষের সঙ্গে তাদের সহাবস্থান সম্ভব নয় কারণ মানুষ তাদের কাউকে কাউকে জবাই করে আর তারা সবাই আসলে তাদের ভোজনের সামগ্রী। ফ্র্যাঙ্ক তার বন্ধু আর ভোজ্য আন্দোলনকারীদের এই বৈষম্যের কথা জানায় এই গণহত্যার বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য অনুরোধ করে।

হলিউড শীর্ষ পাঁচ
১। সুইসাইড স্কোয়াড (ভায়োলা ডেভিস, জোল কিনাম্যান, উইল স্মিথ, মার্গট রবি, জ্যারেড লেটো, আদেওয়ালে আকিনুয়ে-আগবাজে, জে কোর্টনি, কারা দেলেভিন, ক্যারেন ফুকুহারা, জে হার্নান্দেজ, আ্যাডাম বিচ)
২। সসেজ পার্টি (এনিমেশন; ভয়েস : সেঠ রোগেন, ভয়েস ক্রিস্টেন উইগ, মাইকেল সেরা, জোনা হিল)
৩। পিট’স ড্রাগন (রবার্ট রেডফোর্ড, লেভি আলেকজান্ডার, ভয়েস জন : কাসার, ওকস ফেগলি, ব্রাইস ডালাস হাওয়ার্ড)
৪। ব্যাড মম্স (ক্রিস্টিনা অ্যাপলগেট, ক্রিস্টেন বেল, মিলা কুনিস)
৫। জেসন বর্ন (ম্যাট ডেমন, টমি লি জোন্স, জুলিয়া স্টাইলস, অ্যালিশিয়া ভিকেন্দার)

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন