বিনোদন ডেস্ক : প্রথমবারের মতো একসাথে অভিনয় করলেন অভিনেতা নাঈম ও চিত্রনায়িকা মৌসুমী। রাহাত এইচ চৌধুরীর রচিত ও ফাহমিদা প্রেমা পরিচালিত নাটকটির নাম ‘রেসিপি অফ লাভ’। মৌসুমী বলেন, নাটকটি পরিচালনা করছেন প্রেমা। তার সঙ্গে অনেকদিন ধরেই আমার পরিচয়। বলতে গেলে ও আমার শিষ্য। এ নাটকের মাধ্যমে প্রথমবারের মতো একজন শেফের চরিত্রে অভিনয় করব। গল্পটা অনেক সুন্দর। আর নাঈমও প্রথমবার আমার সঙ্গে কাজ করতে যাচ্ছে। সবকিছু মিলে কাজটি ভালো হবে আশা করছি। পরিচালক ফাহমিদা প্রেমা বলেন, মৌসুমী আপু আমার গুরু। ওমর সানি ভাইকে অশেষ ধন্যবাদ জানাতে চাই। মূলত তার কারণেই মৌসুমী আপুকে কাছে পেয়েছি। এবার আমার কাজ মৌসুমী আপু করতে যাচ্ছেন এজন্য অনেক খুশি আমি। আমাদের সম্পর্কটা অনেক আগের একটি কাজকে ঘিরে। এরপর থেকেই আমরা বলতে গেলে বন্ধুর মতো সবসময়ই আড্ডা দেই। শেফ এবং এক ব্যবসায়ীকে ঘিরেই এ নাটকের গল্প এগিয়েছে। আশা করছি দর্শকরা এবারের ঈদে নাটকটি উপভোগ করবেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন