শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

অনলাইনে আজ বশির আহমেদ সম্মাননা পদক ২০২০

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

খ্যাতিমান সংগীত ব্যাক্তিত্ব মরহুম বশির আহমেদের ৮১ তম জন্মদিন আজ। এ উপলক্ষে গত বছরের মত এ বছরও একটি বিশেষ অনুষ্ঠান আয়াজন করেছেন তার পুত্র-কন্যা সংগীতশিল্পী হোমায়েরা বশির এবং রাজা বশির। গত বছর ৮০তম জন্মদিনে তারা প্রবর্তন করেন বশির আহমেদ সম্মননা পদক। সঙ্গীতের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য দেশের গুণী ব্যক্তিত্বদের এই সন্মানে ভূষিত করা হয়। এবার দ্বিতীয় বারের মত বশির আহমেদ সম্মননা পদক ২০২০ প্রদান করা হচ্ছে। গীতিকার, সুরকার, কন্ঠশিল্পী, সাংবাদিকতা, যন্ত্রসংগীত এবং বিশেষ সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ মোট ৬টি ক্যাটাগরিতে এই সম্মননা প্রদান করা হবে। এবার এই সম্মাননা পাচ্ছেন গাজী মাজহারুল আনোয়ার (গীতিকার), সুজেয় শ্যাম (সুরকার), মিলন ভট্রাচার্য (যন্ত্রসংগীত), ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরী (সংগীত শিল্পী), লিয়াকত আলী লাকী (সাংস্কৃতিক ব্যক্তিত্ব) এবং নঈম নিজাম (সাংবাদিকতা)। গত বছর অনুষ্ঠানটি সরাসরি হলেও সংকটময় এই সময়ের কারণে র্ভাচুয়ালি সম্পন্ন করার উদ্যেগ নেয়া হয়েছে। অনুষ্ঠানের উদ্যোক্তা হোমায়েরা বশির এবং রাজা বশির জানিয়েছেন, সম্মাননা পদক আগেই প্রাপ্য ব্যাক্তিত্বদের হাতে তুলে দেয়া হয়েছে। তাদের সেই সম্মাননা গ্রহণের দৃশ্য এবং অনুভূতির অংশটুকু আমরা অনুষ্ঠানের সময় অনলাইনে দেখানোর উদ্যোগ নিয়েছি। জন্মদিন স্মরণে সারগাম ইন্টারন্যাশনাল মিউজিক্যাল একাডেমির ছাত্রছাত্রীদের পরিবেশনায় ভক্তিমূলক গান থাকছে পর্বের শুরুতে। এছাড়া অনুষ্ঠানের পর্বে পর্বে গান গাইবেন বাপ্পা মজুমদার, হোমায়েরা বশির, দিঠি আনোয়ার, রাজা বশির, ইউসুফ আহমেদ খান, সোহেল মেহেদী, ইব্রাহিম খলিল এবং মেসবাহ আহমেদ। এছাড়া বশির আহমেদের সুরে হোমায়েরা, রাজা বশির, এবং ইব্রাহিম খলিলের তিনটি মিউজিক ভিডিও প্রকাশ করা হবে একই সময়ে তাদের ইউটিউব চ্যানেলে। সারগাম সাউন্ড স্টেশন পেইজ থেকে আজ রাত ৮ টায় বশির আহমেদ সম্মাননা পদক ২০২০ প্রদানের বিশেষ আয়োজনটি দেখতে পাবেন সবাই। একই সঙ্গে অনুষ্ঠানের মিডিয়া পার্টনার বাংলাদেশ প্রতিদিন, আরটিভি, ডিবিসি টিভি এবং রেডিও ক্যাপিটালের পেইজ থেকে একই সময়ে সম্প্রচার করা হবে। উল্লেখ্য ২০১৪ সালের ১৯ এপ্রিল মৃত্যুবরণ করেন বাংলা গানের এই কিংবদন্তী শিল্পী বশির আহমেদ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় রয়েছে মি: কুকি বিস্কিট।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন