বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

পর্বতারোহীর ভূমিকায় সেলেনা গোমেজ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

গায়িকা, অভিনেত্রী এবং প্রযোজক সেলেনা গোমেজ একজন বাস্তব মানুষের ভূমিকায় অভিনয় করবেন। আসন্ন একটি চলচ্চিত্রে তিনি পেরুভীয় পর্বতারোহী সিলভিয়া ভাস্কেজ-লাভাদোর ভূমিকায় অভিনয় করবেন। চলচ্চিত্রটি নির্মিত হবে সিলভিয়ার স্মৃতিকথা ‘ইন দ্য শ্যাডো অফ দ্য মাউন্টেন’ অবলম্বনে। ‘লিটল বার্ডস’ কাহিনীকার-পরিচালক এলজিন জেমস আসন্ন চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখবেন এবং পরিচালনা করবেন। ভাস্কেজ-লাভাদো প্রথম সমকামী নারী হিসেবে এভারেস্টসহ সাতটি শৃঙ্গ জয় করেছে। তিনি এছাড়াই যৌন নির্যাতন এবং নারী পাচারের শিকার নারীদের কল্যাণে কারেজাস গার্লসের প্রতিষ্ঠাতা। তিনি এভারেস্টের বেস ক্যাম্পে নির্যাতন থেকে বেঁচে আসা নারীদের জন্য অভিযাত্রার ব্যবস্থা করে থাকেন। ‘ইন দ্য শ্যাডো অফ দ্য মাউন্টেন’ বইটি ২০২২ সালে প্রকাশিত হবার কথা। সেলেনা কেন্দ্রীয় ভূমিকায় অভিনয়ের পাশাপাশি ফিল্মটি তার জুলাই মুন প্রডাকশন্সের ব্যানারে প্রযোজনাও করবেন। স্কট বাডনিকের ওয়ান কমিউনিটি এবং ডনা গিলিয়ত্তির টেমপেস্টা ফিল্মসও নির্মাণে বিনিয়োগ করবে। সিলভিয়া ভাস্কেজ-লাভাদো এবং লারা লাভ হারডিন নির্বাহী প্রযোজকের দায়িত্বে থাকবেন। সেলেনা পাশাপাশি হুলুর আসন্ন ‘আনলি মার্ডার্স ইন দ্য বিল্ডিং’ সিরিজে স্টিভ মার্টিন এবং মার্টিন শর্টের সঙ্গে অভিনয় করবেন। তিনি এছাড়াই বেশ কিছু প্রজেক্ট প্রযোজনা করছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন