ঢাকার সাভারে ময়ুরী (২২) নামে এক নৃত্য শিল্পীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সাভার পৌর এলাকার আড়াপাড়া মহল্লার একটি ড্রেনের উপর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ময়ুরী সাভারের কাঞ্চনপুর এলাকার তাহের মিয়ার মেয়ে। সে বেটে ও বেদে সম্প্রদায়ের মেয়ে। বিভিন্ন অনুষ্ঠানে নেচে অর্থ উপার্জন করতো সে।
সাভার মডেল থানার এসআই সাফায়েত হোসেন বলেন, কিভাবে তার মৃত্যু হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের বরাত দিয়ে ওই পুলিশ কর্মকর্তা জানান, রাতে আড়াপাড়া এলাকায় একটি আশ্রমে কালিপূজার অনুষ্ঠানে নাচ দেখাতে গিয়ে আর বাড়ি ফিরেনি। সকালে আড়াপাড়া মহল্লার একটি ড্রেনের উপর তার লাশ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশে খবর দেয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়ুরী বেটে হলেও সাভারসহ বিভিন্ন অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে সংসার চালাতেন। বেদে সম্প্রদায়ের লোক হওয়ায় তার জনপ্রিয়তাও ছিল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন