ময়মনসিংহের নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম ভূইয়ার বড় ভাই আওয়য়ামীলীগ নেতা মরহুম মুনসুর ভূইয়ার ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী শুক্রবার (২০ নভেম্বর) যথাযোগ্য ভাবে পালিত হয়। এ উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে সকাল ১১ টায় এক শোক সভা অনুষ্ঠিত হয়। নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি মোঃ মোছরণম উদ্দিন ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি আমিনুল ইসলাম শাহান, সাধারন সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূইয়া, আওয়ামীলীগ নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চৌধুরী স্বপন, সাংগঠনিক সম্পাদক সাবেক মেয়র আব্দুস ছাত্তার ভূইয়া উজ্জল, সাংগঠনিক সম্পাদক নাজিমুল্লাহ লিটন, চন্ডীপাশা ইউপিঃ চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগ নেতা এমদাদুল হক ভূইয়া, আওয়ামীলীগ নেতা শফিকুল ইসলাম সরকার, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক বাহা উদ্দিন ফকির, আওয়ামীলীগ নেতা মোজাম্মেল হক রিপন, রাস মোহন সাহা, যুব নেতা পৌর কাউন্সিলর শাহিন ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু নাঈম ভূইয়া ফারুক প্রমূখ। সভায় বক্তারা বলেন. ২০১৪ সালের ২০ নভেম্বর উপজেলা আওয়ামীলীগের সমাবেশ চলাকালীন সময়ে মুনসুর ভূইয়াকে হত্যা করা হয়। হত্যার ৬ বছর পেরিয়ে গেলেও হত্যাকান্ডের সুষ্ঠু বিচার এখনো শুরু হয়নি । বক্তাগন আওয়ামীলীগ নেতা মুনসুর ভূইয়া হত্যাকন্ডের সুণ্ঠু বিচারে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন যাতে প্রকৃত আসামীরা বিচারের আওতায় আসে। শোক সভাটি পরিচালনা করেন উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক জামাল উদ্দিন আকন্দ। শোক সভা শেষে এক শোকর্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। অনুষ্ঠানে নান্দাইল উপজেলার পৌরসদর সহ ১৩ ইউনিয়নের আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন