শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

নিজের পেশাকে ‘হাস্যকর’ মনে হয় এলিজাবেথ মসের

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০২০, ১২:০২ এএম

নিজের পেশাকে এলিজাবেথ মস ‘হাস্যকর’ বলে মনে করেন, তবে তার এই পেশাকে বেছে নিয়ে এগিয়ে যাবার প্রয়াসকে তিনি অতুলনীয় মনে করেন। “আমার কাজটি দারুণ। আমার কাছে স্ক্রিপ্ট আসে আর আমাকে সবসময়ই ভান করতে হয়, কল।পনা করতে হয়। এটি এক ধরনের হাস্যকর কাজ এবং তা থেকই আমি অর্থোপার্জন করি, আর তা দিয়েই বেশি অনুপ্রাণিত হয়ে থাকি। “আমি কখনোই অনুভব করি না এটি একটি অন্ধকার জগত, বরং আলোকিত জগত বলেই মনে করি,” মস বলেন। তিনি মনে করেন তার রূপায়িত চরিত্র মানুষকে সাহায্য করতে পারে। সাইকোলজিক্যাল থ্রিলার ‘দি ইনভিজিবল ম্যান’ (২০২০) ফিল্মে তার চরিত্রের উদাহরণ দিয়ে তিনি বলেন, “ আমার এমন বন্ধু কমই আছে যাদের এমন অভিজ্ঞতা হয়নি।” এই ফিল্মে মসের চরিত্রের প্রেমিক একজন নির্যাতনকারী। তিনি আরও বলেন : “আমার মনে হয় আমাদের প্রত্যেকেরই বিভ্রমে পড়ার অভিজ্ঞতা হয়, আমাদের সবারই এক সময় মনে হয় আমাদের বিভ্রান্ত করে সুযোগ নেয়া হচ্ছে। অথবা কোনও কথা বলার জন্য পাগল বলে আখ্যা দেয়া হয়। এমন নয় যে নির্যাতনের কাহিনী গত পাঁচ বছরে বেরিয়ে এসেছে বরং তা অনেক আগে থেকই ছিল।”

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন