শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

থাইল্যান্ডে এবার স্কুল শিক্ষার্থীদের বিক্ষোভ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

থাইল্যান্ডে সরকার পতন ও রাজতন্ত্রের ক্ষমতা খর্বের দাবিতে চলা কয়েক মাসের আন্দোলনের প্রতি সংহতি জানানোর পাশাপাশি শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে বিক্ষোভ করেছে ব্যাংককের স্কুল শিক্ষার্থীরা। শনিবার তাদের এ বিক্ষোভে কয়েক হাজার মানুষও অংশ নিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচা বৃহস্পতিবার সরকারবিরোধী বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশ সব ধরনের আইনকে কাজে লাগাতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করার পর স্কুল শিক্ষার্থীদের এ বিক্ষোভই ছিল সরকারবিরোধী সবচেয়ে বড় প্রতিবাদ কর্মসূচি। ‘ব্যাড স্টুডেন্ট গ্রুপ’ আয়োজিত এ কর্মসূচি অব্যাহত থাকতে পারে বলে ধারণা দিয়েছে পুলিশ। আগের এক প্রতিবাদ কর্মসূচি সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে শুক্রবার গ্রুপটির দুই কিশোর নেতাকে তলব করা হয় বলেও জানিয়েছে তারা। “আমরা এখানে এসেছি মুক্তি চাইতে, যা আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে আমরা শিক্ষ সংস্কারেরও দাবি জানাচ্ছি,” বলেছেন হাই স্কুলের ১৮ বছর বয়সী শিক্ষার্থী মামিয়াও। থাইল্যান্ডে চলতি বছরের জুলাই থেকে শুরু হওয়া বড় বড় বিক্ষোভগুলোতে প্রাধান্য পাওয়া তিনটি দাবি হচ্ছে- প্রায়ুথকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া, নতুন সংবিধান প্রণয়ন ও রাজা মাহা ভাজিরালংকর্নের রাজত্বের ক্ষমতা খর্ব। শনিবার স্কুল শিক্ষার্থীদের বিক্ষোভে এগুলোর পাশাপাশি শিক্ষা ব্যবস্থায় অধিকতর স্বাধীনতা ও ন্যায্য আচরণও চাওয়া হয়েছে। অনেকে আবার লৈঙ্গিক সমতার বিষয়টিকেও প্রাধান্য দিতে বলেছেন। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন