মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

আর্শিনা প্রিয়ার প্রথম একক এপি

প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : প্রথম একসাথে দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বেলাল খান ও চলচ্চিত্র নায়িকা, কোরিওগ্রাফার এবং উঠতি সঙ্গীত তারকা কণ্ঠশিল্পী আর্শিনা প্রিয়া। স¤প্রতি মুশফিক লিটু এর ষ্টুডিওতে ‘শুধু একবার বলো না’ শিরোনামে গানটিতে গানটির ভয়েস দিয়েছেন বেলাল ও আর্শিনা প্রিয়া। গানটি লিখেছেন নাট্য নির্মাতা ও গীতিকার জিয়াউদ্দিন আলম । শ্রæতি মধুর গানটি সুর করেছেন বেলাল খান ও সঙ্গীত পরিচালনা করেছেন মুশফিক লিটু । দুই বছর কানাডায় পড়াশুনা শেষে করে স¤প্রতি দেশে ফিরেছেন। দেশে এসে তার প্রথম গানের অ্যালবাম এর কাজ শেষ করেছেন আর্শিনা প্রিয়া । সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন মুশফিক লিটু, পংকজ, আহমেদ হুমায়ন, প্রতীক হাসান ও শান। আসছে বিশ্ব ভালোবাসা দিবসে অঢ় শিরোনামে অ্যালবামটি বাজারে আসবে। এর আগে বেশ কিছু অডিও ও চলচ্চিত্রের গানে তিনি কণ্ঠ দিয়েছেন তিনি। এবার তিনি পূর্ণাঙ্গ অ্যালবাম নিয়ে আসছেন। আর্শিনা প্রিয়া বলেন, ‘অনেক দিনের স্বপ্ন ছিলো আমার গানের অ্যালবাম করার। আমি ছোটবেলা থেকে গান শিখি কিন্তু গান থেকে কোরিওগ্রাফার হয়ে যাই। তবে অবশেষে সেই আশা আমার পূরন হতে চলেছে। আমার প্রথম অ্যালবাম এর সব কাজ শেষে করেছি । বর্তমানে ভিডিও শুটিং নিয়ে ব্যস্ত আছি। আর্শিনা প্রিয়া সপ্তম শ্রেণীতে থাকা অবস্থায় বাংলাদেশ ফাইন আর্টস একাডেমিতে ফারহানা বেবীর নিকট কাছে নাচ শিখেন। এরপর ১৯৯৮ সালে ড্যান্স গ্রæপ ‘ঈগল’-এ যোগ দিয়ে দেশে-বিদেশে বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করেন। মডেলিং করেছেন ‘বনফুল মিষ্টি’, ‘মেডিনোভা’সহ বেশ কয়েকটি বিজ্ঞাপনচিত্রে। এছাড়া বাপ্পারাজ পরিচালিত ‘কার্তুজ’ চলচ্চিত্রে কিশোরের সঙ্গে প্লেব্যাক ও আইটেম গানে পারফর্ম করেছেন। এছাড়াও তিনি মনিরুল ইসলাম সোহেল পরিচালিত ‘স্বপ্ন যদি তুই’ চলচ্চিত্রে নায়িকা ছিলেন ইমনের সাথে। এটি তার অভিনীত দ্বিতীয় চলচ্চিত্র। প্রিয়ায় অভিনিত প্রথম ছবি ‘পায়রা’। এখনও মুক্তি পায়নি। আর্শিনা প্রিয়া জনপ্রিয় নাচের দল ‘ঈগল’ ড্যান্স একাডেমির স্বত্বাধিকারী তবে নাচের সঙ্গে প্রিয়ার পথচলা অনেক আগে থেকেই।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন