বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা পরীমনি নতুন বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন। সম্প্রতি একটি ইলেকট্রনিক কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এ মাসেই বিজ্ঞাপনের শুটিং শুরু হবে। পরীমনি বলেন, এই প্রথম কোন ইলেকট্রনিক পণ্য ও ফ্রিজের বিজ্ঞাপনে কাজ করছি। চলতি মাসে বিজ্ঞপনটির কাজ শেষ করে ঈদুল আজহার আগেই টেলিভিশনে প্রচার করা হবে। আশা করছি কাজটি ভালো হবে। উল্লেখ্য, বর্তমানে পরীমনির হাতে সর্বাধিক সংখ্যক সিনেমা রয়েছে। একসঙ্গে চলছে প্রায় ১২টি চলচ্চিত্রের কাজ। ইতোমধ্যে আরো প্রায় অর্ধডজন চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন