শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

‘গঙ্গা’ সিরিয়ালে রূপ দুর্গাপাল

প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

কাহিনীতে সাম্প্রতিক প্রজন্ম এগিয়ে নিয়ে যাওয়া থেকে অ্যান্ডটিভির ‘গঙ্গা’ সিরিয়ালে নতুন কিছু শিল্পী যোগ দিয়েছেন। এরকমই একজন হলেন রূপ দুর্গাপাল। তাকে আগামীতে সুপ্রিয়ার ভূমিকায় দেখা যাবে।
রূপ বলেন, “আমি এতে পজিটিভ আর উচ্ছল ভূমিকায় অভিনয়ের সুযোগ পেয়ে রোমাঞ্চিত। এর আগে এমন ভূমিকায় অভিনয় করেছি সোনি টিভির ‘কুছ রাঙ পেয়ার কে এয়সে ভি’ সিরিয়ালে। কাহিনী সময় এগিয়ে নিয়ে যাওয়ার পর দর্শকরা আমাকে সুপ্রিয়ার ভূমিকায় দেখতে পাবে।”
রূপ দুর্গাপাল কালার্স টিভির ‘বালিকা বধূ’ সিরিয়ালে সাঁচি বিবেক কাবরার ভূমিকায় অভিনয় করে খ্যাতি লাভ করেন। এরপর তাকে একই চ্যানেলের ‘স্বরগিনী’ সিরিয়ালেও দেখা গেছে। তিনি একসময় বলেছিলেন, “আমি আমার ক্যারিয়ারে বিভিন্ন ধরনের ভূমিকায় অভিনয় করেছি এবং এর সবগুলোই উপভোগ করেছি। তবে আমি সব সময় শান্তিতে থাকতে চাই আর সবার মুখে হাসি ফোটাতে চাই বলে পজিটিভ ভূমিকাই বেশি পছন্দ করি।”
এর আগে শিশুশিল্পী রুহানা খান্না বয়োপ্রাপ্ত গঙ্গার কন্যার ভূমিকায় অভিনয়ের জন্য সিরিয়ালটিতে ফিরেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন