মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

খালাস পেলেন ইশরাক

দুদকের ‘নন-সাবমিশন’ মামলা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০২০, ১২:০০ এএম

বিএনপি নেতা এবং সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে প্রকৌশলী ইশরাক হোসেনকে খালাস দিয়েছেন আদালত। সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে এ মামলা করেছিলো। কিন্তু অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেয়া হয়। গতকাল সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করেন। রায়ের পর ইশরাক হোসেন দেশের বিচার ব্যবস্থার প্রতি নিজের আস্থা রয়েছে-মর্মে প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
মামলায় উল্লেখ রয়েছে, ২০০৮ সালের ১ সেপ্টেম্বর ইশরাক হোসেন নিজ ও তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিবর্গের সম্পদের বিবরণী কমিশনে দাখিলের নোটিশ দেয়া হয়। ওই বছরের ৪ সেপ্টেম্বর দুদকের কনস্টেবল মো. আবু তালেব কমিশনের ওই আদেশ জারি করতে তাদের বাস ভবনে যান। কিন্তু ইশরাক হোসেন সেখানে উপস্থিত না থাকায় উপস্থিত ৪ জনের (সাক্ষী) সামনে বাস ভবনের নীচ তলায় প্রবেশ পথের বাম পাশে দেয়ালে স্কচটেপ দিয়ে ঝুলিয়ে ওই আদেশ জারি করা হয়। কমিশনের দেয়া ৭ কার্য দিবসের মধ্যে ইশরাক হোসেনকে সম্পদের হিসাব নির্ধারিত ফরমে দাখিল করেন নি। ২০১০ সালের ৩০ আগস্ট রাজধানীর রমনা থানায় ইশরাকের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন দুদকের তৎকালীন সহকারী পরিচালক মো. সামছুল আলম। তদন্ত শেষে ২০১৭ সালের ৬ ডিসেম্বর ইশরাক হোসেনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন। ২০১৮ সালের ৫ মে সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার অভিযোগে চার্জশিট আমলে নেয়ার তারিখ ধার্য ছিল। ওই দিন ইশরাক আদালতে উপস্থিত না হওয়ায় ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েশ চার্জশিট আমলে নিয়ে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরে মামলাটি বিচারের জন্য ঢাকার বিশেষ জজ আদালত-৪ এ বদলির আদেশ দেন। ওই আদালতে ইশরাক আত্মসমর্পণ করে জামিন নেন। চলতি বছরের ১৫ জানুয়ারি ইশরাকের বিরুদ্ধে চার্জগঠন করেন আদালত। গত ১৯ অক্টোবর সাক্ষ্য গ্রহণ শেষ হয়। চার্জশিটভুক্ত ৮ সাক্ষীর মধ্যে ৬ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। গত ২৭ অক্টোবর ইশরাক নিজেকে নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রার্থনা করেন। গত ১১ নভেম্বর দুদক ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের তারিখ ধার্য করেন। উভয়পক্ষের শুনানি শেষে ইশরাক হোসেনকে মামলার অভিযোগ থেকে অব্যাহতি দেন আদালত।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (6)
Joynal Abdin ২৪ নভেম্বর, ২০২০, ৪:১৪ এএম says : 0
দুদকের বিরুদ্ধে মানহানি মামলা করা উচিৎ
Total Reply(0)
Sohel Shikh ২৪ নভেম্বর, ২০২০, ৪:১৫ এএম says : 0
তার মানি দুদক ভুয়া মামলা দিয়ে হয়রানি শিকার বানাতে চেয়েছিলো
Total Reply(0)
Alam Nur ২৪ নভেম্বর, ২০২০, ৪:১৫ এএম says : 0
Very good
Total Reply(0)
বাবুল ২৪ নভেম্বর, ২০২০, ৪:১৬ এএম says : 0
রাজনীতিতে ইশরাক সক্রিয় বিধায় এসব করা হচ্ছে
Total Reply(0)
পারভেজ ২৪ নভেম্বর, ২০২০, ৪:১৬ এএম says : 0
এসব করে তাকে দমানো যাবে না
Total Reply(0)
মশিউর ইসলাম ২৪ নভেম্বর, ২০২০, ৮:১৪ এএম says : 0
হয়রানি ছাড়া আর কিছু না।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন