শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সউদি আরব এবার হজ ও ট্রানজিট ভিসায় এনেছে সংশোধনী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০২০, ৩:৫৭ এএম | আপডেট : ৪:২০ এএম, ২৪ নভেম্বর, ২০২০

সউদি আরব এবার হজ ও ট্রানজিট ভিসায় সংশোধনী এনেছে ।দেশটির মন্ত্রিপরিষদ হজ ও ট্রানজিট ভিসা ফি ৪৮ ঘন্টার জন্যে স্থানীয় মুদ্রায় ১’শ রিয়াল ও ৯৬ ঘন্টার জন্যে ৩’শ রিয়াল নির্ধারণের পর তা অনুমোদন দিয়েছে। কোভিড মহামারীর কারণে গত মার্চে সউদি আরব ওমরা বাতিল করে এবং এবার প্রতীকী হজ পালিত হয়। -গালফ নিউজ
গত পহেলা নভেম্বর থেকে বিদেশি নাগরিকদের জন্যে পুনরায় ওমরা পালনের সুযোগ দেয়া হচ্ছে। এরপর প্রতিদিন ২০ হাজার মানুষ ওমরা পালন ও ৬০ হাজার মানুষ কাবা শরীফে নামাজ পড়ছেন। বিদেশি নাগরিকদের ক্ষেত্রে ওমরা পালনের জন্যে ১৮ থেকে ৫০ বছর বয়সসীমা নির্ধারণ করা হয়েছে। এদের কোভিড পরীক্ষা ছাড়াও ও সউদি আরবে পা দেয়া মাত্রই বাধ্যতামূলক ৩ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন