শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

দ্বিতীয়বার অবসরে যাচ্ছেন মাইকেল জে. ফক্স

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

ব্যাক টু দ্য ফিউচার’ তারকা মাইকেল জে. ফক্স দ্বিতীয়বারর মত অবসরে যাবার কথা বিবেচনা করছেন। তিনি জানিয়েছেন এত যদি তার অভিনয় ক্যারিয়ারের সমাপ্তি ঘটে তাতেও তার কোনও সমস্যা নেই। তার ‘নো টাইম লাইক দ্য ফিউচার’ বইতে তিনি ‘দ্বিতীয় অবসরের’ উল্লেখ করেছন, তিনি এর কারণ হিসেবে তার অবনতিশীল শারীরিক অবস্থাকে দায়ী করেছেন। তিনি জানিয়েছেন শব্দ খুঁজে পাওয়া এবং তা বাক্যে পুনরায় ব্যবহার করার অক্ষমতা ক্রমে স্পষ্ট হয়ে উঠছে। তিনি লিখেছেন, “মনে রাখার ব্যর্থতাই কারণ, হতে পারে তা বয়সে কারণে বা আমার পারকিন্সন’স-এর বোধ হারাবার প্রবণতা থেকে এটি উদ্ভূত, তবে পারে তা মেরু রজ্জুর সাড়ার অবনতির কারণে- তবে এর সবই আমার জন্য একটি বার্তা।” “সব কিছুরই একটা সময় আছে। দিনে ১২ ঘণ্টা কাজ করা আর সাত পাতা সংলাপ মনে রাখা সবসময় তাড়া করে ফেওে, অন্তত এখন।আমি দ্বিতীয় অবসরে প্রবেশ করছি। তা বদলাতেও পারে কারণ সবকিছুই বদলায়। তবে এটি যদি আমার অভিনয় ক্যারিয়ারের শেষ হয় তাই হোক,” ফক্স লিখেছেন। ১৯৯১ সালে মাত্র ২৯ বছর বয়সে ফক্সের পারকিন্সন’স রোগ ধরা পড়ে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন