বিনোদন ডেস্ক : চলচ্চিত্রের জনপ্রিয় কৌতুক অভিনতা ফরিদ আলী গুরুতর অসুস্থ। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছেন তিনি। গত সপ্তাহে তার শারীরিক অবস্থার খারাপ হলে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল ভর্তি করানো হয়। অবস্থার কোন উন্নতি না হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের স্থানান্তর করা হয়। বর্তমানে আইসিইউতে আছেন তিনি। কৌতুক অভিনেতা হিসেবে পরিচিত থাকলেও তিনি একজন মুক্তিযোদ্ধা এবং সাংবাদিক। বিটিভির প্রথম হাসির নাটক ত্রিরতœতে অভিনয়ের মধ্য দিয়ে ছোটপর্দায় আসেন তিনি। এরপর ধারাপাত চলচ্চিত্রের মাধ্যমে রূপালী পর্দায় প্রবেশ করেন। সংগ্রাম, গুন্ডা, রংবাজ, ঘুড্ডি, তিতাস একটি নদীর নাম, সমাধানসহ অসংখ্য সিনেমায় তিনি অভিনয় করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন