নাটোরের সিংড়ায় সিমেন্ট বোঝাই ট্রলির সাথে বাসের সংঘর্ষে এক ব্যক্তি নিহত ও ছাত্রী নিবাস থেকে উদ্ধার করা হলো কলেজ ছাত্রীর লাশ। বৃহস্পতিবার সন্ধ্যায় নাটোর-বগুড়া (জাহাঙ্গীরাবাদ) মহাসড়কের চৌগ্রামের গোরস্থান এলাকায় মকুল মহন্ত নামে এক ব্যক্তি নিহত এবং পাকুড়িয়া গ্রামের ট্রলি চালক মোন্নাফ ও বিক্রমপুর গ্রামের জহুরুল ইসলাম নামে দুই ব্যক্তি আহত হয়। নিহত মকুল মহন্ত উপজেলার পূর্ব কালাইকুড়ি গ্রামের বৈরাগী পাড়ার বাসিন্দা।
অপরদিকে একই দিনে নাটোরের একটি ছাত্রী নিবাস থেকে মৌমিতা নামের এক কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত মৌমিতা সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের আয়াশ গ্রামের মাহাবুবুর রহমানের মেয়ে। সিংড়া থানার ওসি ও নাটোর সদর থানার ওসি (তদন্ত) বিষয়টি নিশ্চিত করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন