শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

ছারছীনা দরবার শরীফ বার্ষিক মাহফিল শুরু কাল

ছারছীনা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০২০, ১২:০০ এএম

ছারছীনা দরবার শরীফের তিন দিনব্যাপী মাহফিল ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ সম্মেলন আজ বাদ মাগরিব শুরু হবে। ছারছীনা দরবার শরীফের পীর সাহেব আম বয়ানের মধ্য দিয়ে মাহফিলের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। আগামীকাল তিন দিনব্যাপী এ মাহফিলের প্রথম দিন। আগামী মঙ্গলবার বাদ জোহর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি ঘটবে। মাহফিলকে কেন্দ্র করে ইতোমধ্যে মুসল্লিরা আসতে শুরু করেছেন ছারছীনা দরবার শরীফে। মুসল্লিদের থাকা-খাওয়াসহ যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। জানা গেছে, করোনা মহামারির কারণে এবার বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে। মাহফিলে আগত সকল মুসল্লিদের যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণের আহবান জানিয়েছেন ছারছীনা দরবার শরীফের পীর সাহেব।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন