শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

হিন্দি ধারাবাহিক: টিআরপির শীর্ষ পাঁচে ‘ইমলি’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

চলতি সপ্তাহে দুটি হিন্দি ধারাবাহিক শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছে। সুধাংশু পান্ডে এবং রূপালি গাঙগুলি অভিনীত ‘অনুপমা’ সর্বশেষ শীর্ষে স্থান পেয়েছে; দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে ‘কুন্ডলী ভাগ্য’ এবং ‘কুমকুম ভাগ্য’। ‘অনুপমা’তে বনরাজ, অনুপমা এবং কাব্য’র জীবনের নাটকীয়তা দর্শকদের পর্দায় আটকে রেখেছে। ‘কুন্ডলী ভাগ্য’ এবং ‘কুমকুম ভাগ্য’ ধারাবাহিক দুটি তাদের বাঁধা দর্শক ধরে রাখতে পেরেছে। পঞ্চম অবস্থানে স্থান পেয়েছে একতা কাপুরের ধারাবাহিক ‘ইয়ে হ্যায় চাহাতেঁ’। ‘কুন্ডলী ভাগ্য’তে করণ (ধীরাজ ধুপার) আর প্রীতার (শ্রদ্ধা আরিয়া) মাঝে লাগাতার ভালবাসা-ঘৃণার সম্পর্ক দর্শকদের কাছে উপভোগ্য লাগছে। প্রিশা (শরগুন কওর লুথরা) এবং রুদ্রাক্ষ’র মধুচন্দ্রিমার ট্র্যাক দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করেছে। এই সপ্তাহের টিআরপিতে চমক হল গাশমির মহাজনি, সুম্বুর তৌকির খান, ময়ূরী প্রভাকর দেশমুখ অভিনীত ‘ইমলি’ শীর্ষ পাঁচে উঠি এসেছে। স্টার প্লাসের ধারাবাহিক ‘ইমলি’ স্টার জলসার জনপ্রিয় বাংলা ধারাবাহিক ‘ইষ্টি কুটুম’-এর হিন্দি রিমেক। ‘ইমলি’র গল্প এক তরুণ সাংবাদিকের জটিল এক পরিস্থিতিতে যার এক গ্রামের মেয়েকে বিয়ে করতে হয়। দ্বিতীয় নারী ভূমিকাটি হল সাংবাদিকের বাগদত্তার। ধারাবাহিকটির প্রিমিয়ার হয়েছে ১৬ নভেম্বর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন