শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

নিকি মিনাজকে নিয়ে এইচবিও ম্যাক্সের ডকুসিরিজ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

র‌্যাপ গায়িকা নিকি সিরিজ নির্মাণ করবে স্ট্রিমিং প্ল্যাটফর্ম এইচবিও ম্যাক্স। গ্র্যামি মনোনীত গায়িকাটি সোশাল মিডিয়াতে এই খবরটি প্রকাশ করে জানিয়েছেন এই অনুষ্ঠানটি দিয়ে দর্শকরা তার একান্ত জীবন এবং পেশাগত কাজ সম্পর্কে সরাসরি জানতে পারবে। “আপনাদের জন্য আমার ডকুসিরিজ আসছে এইচবিও ম্যাক্সে। এটি আমার একান্ত জীবন আর পেশাগত যাত্রাকে সরাসরি তুলে ধরবে। আনাদের জন্য অনুষ্ঠানটি উপহার দিতে তর সইছে না,” তার ‘পিঙ্ক ফ্রাইডে” অ্যালবামের ১০ বর্ষ পূর্তি অনুষ্ঠানে মিনাজ ওরফে ওনিকা তানিয়া মারাজ (৩৭) বলেন। একটি সূত্র জানিয়েছে মার্কিন-ত্রিনিদাদীয় গায়িকাটিকে নিয়ে আধঘণ্টা করে ছয় পর্বের এই সিরিজ পরিচালনা করবেন মাইকেল জন ওয়ারেন। ২০০৪ সালে জে-যি’র ‘ফেইড টু ব্ল্যাক’ দিয়ে তার পরিচালনায় অভিষেক হয়। মিনাজকে নিয়ে এটি হবে ওয়ারেনের তৃতীয় প্রামাণ্য সিরিজ। আগেরগুলো- ২০১০-এর ‘নিকি মিনাজ: মাই টাইম নাউ’ এবং ‘নিকি মিনাজ: মাই টাইম এগেইন’। চলতি সিরিজটি নিকি অন্যদের সঙ্গে নির্বাহী প্রযোজনা করবেন। গায়িকার ‘পিঙ্ক ফ্রাইডে’ ২০১০-এর ২০ নভেম্বর মুক্তি পেয়ে ব্যাপক সাফল্য লাভ করে। অ্যালবামটি ২০১১তে একাধিক গ্র্যামি এবং অ্যামেরিকান মিউজিক অ্যাওয়ার্ড জয় করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন