শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

দীর্ঘদিন পর চলচ্চিত্রে ফিরলেন নওশাবা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

প্রায় সাড়ে তিন বছর আগে অভিনেত্রী নওশাবা ঢাকা অ্যাটাক সিনেমায় অভিয়ন করেছিলেন। তারপর আর তাকে চলচ্চিত্রে দেখা যায়নি। দীর্ঘ বিরতি কাটিয়ে আবারো চলচ্চিত্রে ফিরেছেন তিনি। অরুণা বিশ্বাসের নির্মাণাধীন সরকারি অনুদানের সিনেমা ছায়াবৃক্ষে তিনি অভিনয় করছেন। নওশাবা বলেন, অনেক দিন পর চলচ্চিত্রের জন্য ক্যামেরার সামনে দাঁড়ালাম। এ সিনেমার শুটিংয়ে অন্যরকম অনুভূতি হয়েছে। সত্যি বলতে কি আমি চলচ্চিত্রের প্রতি বেশি আগ্রহী। অথচ এ মাধ্যম থেকেই এতদিন দূরে ছিলাম। তবে চলচ্চিত্রে আবার ফিরতে পেরে ভালো লাগছে। নওশাবা জানান, এ সিনেমা ছাড়াও আরো একটি সিনেমা নিয়ে কথা হচ্ছে। এছাড়া আমার অভিনীত তিনটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। এগুলো হলো আলগা নোঙর, ৯৯ ম্যানশন ও চন্দ্রাবতীর কথা। এদিকে নওশাবা সম্প্রতি ডিভোর্স নামের একটি শর্টফিল্মেও কাজ করেছেন। এটি পরিচালনা করেছেন সঙ্গীতা। এই সময়ের একজন নারীর চিন্তা-চেতনা ও নানা বিষয়কে উপজীব্য করে এটি নির্মিত হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন