শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯-এর শিল্পী তালিকা চূড়ান্ত

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯ সালের জন্য ৩৩ জন অভিনয় শিল্পী মনোনিত হয়েছেন। তবে কারা এ পুরস্কার পাচ্ছেন তা গোপন রাখা হয়েছে। চলচ্চিত্রের ২৮টি শাখায় এই পুরস্কার দেয়া হবে। এর মধ্যে কয়েকটি শাখায় যৌথ পুরস্কার থাকছে বলে জানা গেছে। তবে শেষ দিকে পুরস্কারপ্রাপ্তদের সংখ্যা বাড়তে বা কমতেও পারে। ইতিমধ্যেই পুরস্কার প্রদান সামগ্রীর জন্য টেন্ডার দিয়েছে তথ্য মন্ত্রণালয়। এতে পুরস্কারপ্রাপ্ত ৩৩ জনের জন্য মনোগ্রামসহ ৩৩টি পাটের ব্যাগ, চেক ফোল্ডার ও সার্টিফিকেট ফোল্ডার তৈরি করার কথা উল্লেখ করা হয়েছে। সম্প্রতি উপসচিব শাহানারা বেগমের স্বাক্ষরিত একটি চিঠি থেকে এ তথ্য জানা যায়। জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি বোর্ডের অন্যতম সদস্য ও ফিল্ম আর্কাইভের মহাপরিচালক নিজামুল কবীর বলেন, মাস খানেক আগে জুরি বোর্ডের তালিকা মন্ত্রণালয়ে গেছে। এরপর কয়েকটি প্রক্রিয়া সম্পন্ন করে পুরস্কারপ্রাপ্তদের নাম চূড়ান্ত করা হয়। এর মধ্যে রয়েছে কেবিনেট আলোচনা ও প্রধানমন্ত্রী দপ্তরে পাঠানো। প্রধানমন্ত্রী অনুমোদন দিলেই তালিকা চূড়ান্ত করা হবে। তিনি জানান, ২৮টি শাখায় পুরস্কার দেওয়া হলেও সমান নম্বরপ্রাপ্তরা যৌথ পুরস্কার পান। সেক্ষেত্রে পুরস্কার সংখ্যা বেড়ে যায়। সে হিসেবে ধরতে গেলে ৩৩টি পুরস্কার হতে পারে। তবে এটি এখনই চূড়ান্ত করে বলা সম্ভব নয়। উল্লেখ্য, ২০১৯ সালে চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের জন্য শিল্পী ও কলাকুশলীকে পুরস্কৃত করা হবে। বিগত বছরগুলোতে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এ পুরস্কার প্রদান করা হয়েছিল। তবে করোনার কারণে এবার কিছুটা ভিন্নভাবে তা প্রদান করা হতে পারে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন