শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ইত্যাদির পুনঃপ্রচার রোববার

প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : পল্লীকবি জসীমউদ্দীনের জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে ধারণকৃত ‘ইত্যাদি’র পুনঃপ্রচার করা হবে আগামীকাল রোববার রাত ১০টার ইংরেজি সংবাদের পর। ‘ইত্যাদি’র প্রশংসিত এই পর্বটি ফরিদপুরের কুমার নদীর তীরে পল্লীকবির পৈতৃক বাড়ির সামনে ধারণ করা হয়েছিল। বিষয় বৈচিত্র্যে ভরপুর ‘ইত্যাদি’র এই পর্বে ছিল বেশ কয়েকটি হৃদয়ছোঁয়া প্রতিবেদন। ছিল ফরিদপুর এবং জসীমউদ্দীন সম্পর্কে একটি তথ্যবহুল প্রতিবেদন। রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার অন্ধ শিল্পী হেলাল মিয়ার পরিবারের উপর একটি হৃদয়ছোঁয়া মানবিক প্রতিবেদন। যে পরিবারের ৭ জন সদস্যই অন্ধ। রয়েছে আলোকচিত্র শিল্পী আবু তাহেরকে নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন। যার কর্ম তাকে ঘনিষ্ঠ করেছে অসংখ্য গুণীজনের সঙ্গে। এবারের বিদেশী প্রতিবেদন করা হয়েছিল দক্ষিণ-পশ্চিম ইউরোপের গৌরবময় ইতিহাস সমৃদ্ধ দেশ স্পেনের বার্সেলোনার ঐতিহাসিক সাগরাদা দ্য ফ্যামিলিয়ার উপর। যার অদ্ভুত নির্মাণ ইতিহাস ও স্থাপত্যশৈলী পর্যটকদের ভীষণভাবে আকর্ষণ করে। এবারের ইত্যাদিতে পল্লিকবি রচিত জনপ্রিয় একটি গান ‘আমায় ভাসাইলিরে, আমায় ডুবাইলিরে...’, গেয়েছেন এই প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী পান্থ কানাই। টিভি পর্দায় সঙ্গীত শিল্পী হিসেবে যার প্রথম আত্মপ্রকাশ ঘটেছিলো ‘ইত্যাদি’র মাধ্যমেই। পল্লীকবির অত্যন্ত জনপ্রিয় তিনটি গানের অংশ বিশেষের সমন্বয়ে তৈরি একটি গানের সঙ্গে স্থানীয় প্রায় শতাধিক নৃত্যশিল্পীর অংশগ্রহণে রয়েছে একটি জমজমাট নৃত্য। নৃত্য পরিচালনা করেছেন মোঃ বেলায়েত হোসেন ও হাসিবুজ্জামান। দু’টো গানেরই সঙ্গীতায়োজন করেছেন মেহেদী। নিয়মিত পর্ব হিসেবে এবারও যথারীতি রয়েছে দর্শক পর্ব, মামা-ভাগ্নে ও নানী-নাতি পর্ব। এছাড়াও এবারের ‘ইত্যাদি’তে বিভিন্ন সামাজিক অসংগতি ও সমসাময়িক ঘটনা নিয়ে ছিল বেশ কয়েকটি বিদ্রƒপাত্মক নাট্যাংশ। ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। পুনঃপ্রচার হবে কেয়া কস্মেটিকস্ এর সৌজন্যে। একযোগে প্রচার হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন