শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ওআইসির নতুন মহাসচিব নির্বাচিত হলেন হুসেইন ইব্রাহিম তাহা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০২০, ১০:৪৭ এএম | আপডেট : ১:১৭ পিএম, ৩০ নভেম্বর, ২০২০

ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) নতুন মহসচিব নির্বাচিত হয়েছেন হুসেইন ইব্রাহিম তাহা। যিনি আফ্রিকার দেশ শাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী। তিনি ২০২১ সালের নভেম্বর থেকে পাঁচ বছরের জন্য দায়িত্ব গ্রহণ করবেন। নাইজারে অনুষ্ঠিত ওআইসির দেশভুক্ত পররাষ্ট্রমন্ত্রীদের ৪৭তম বৈঠকে সর্বসম্মতিক্রমে শনিবার ১২তম মহাসচিব হিসেবে তাকে নির্বাচিত করা হয়। খবর আনাদলু এজেন্সি'র।
নাইজারে অনুষ্ঠিত ওআইসির দেশভুক্ত পররাষ্ট্রমন্ত্রীদের ৪৭তম বৈঠকে বর্তমান মহাসচিব ইউসুফ আল ওথাইমিন নবনির্বাচিত মহাসচিবকে শুভেচ্ছা জানিয়েছেন। ওআইসির বর্তমান মহাসচিব ইউসুফ বিন আল ওথাইমিনের মেয়াদ শেষ হলে নতুন মহাসচিব দায়িত্ব নেবেন হুসেইন ইব্রাহিম তাহা। ২০২১ সালের ১৭ নভেম্বর পাঁচ বছরের জন্য দায়িত্ব নেবেন তিনি।
নবনির্বাচিত ওআইসি মহাসচিবকে শুভেচ্ছা জানিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানও
হুসেইন ইব্রাহিম তাহা ১৯৫১ সালে শাদের আবেচে শহরে জন্মগ্রহণ করেন। শাদে প্রাথমিক পড়াশোনা শেষ করে তিনি প্যারিসে ন্যাশনাল ওরিয়েন্টাল ল্যাঙ্গুয়েজ ও সিভিলাইজেশন ইনস্টিটিউটে স্নাতকোত্তর পড়াশোনা করেন। ১৯৭৯ সালে তিনি শাদের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পান। তিনি শাদের রাষ্ট্রদূত হিসেবে ফ্রান্স, পর্তুগাল, তাইওয়ান, গ্রিসে দায়িত্ব পালন করেছেন। সূত্র: আরব নিউজ

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন