বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ওটিটি সেন্সরশিপের পক্ষে দালজিত কওর

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০২০, ১২:০৮ এএম

উপমহাদেশে ডিজিটাল প্লাটফর্মে তেমন কোনও সেন্সর নিতি নেই তাই যার যেমন ইচ্ছা তেমন বিষয়বস্তু দর্শকদের সামনে তুলে ধরছে তা হোক রক্তারক্তি, চরম সহিংসতা, যৌনতা-নগ্নতা বা অশালীন সংলাপ। অনেকের মত এটা শিল্পের স্বাধীনতা, এতে শেকল পরান উচিত নয়, তবে ভারতীয় টিভির অভিনেত্রী দালজিত কওর সৃজনশীলতার দোহাই দিয়ে অশ্লীলতা ছড়ান উচিত নয় আর এই মাধ্যমকেও সেন্সরশিপের আওতায় আনা প্রয়োজন। “আমি মনে করি ডিজিটাল মাধ্যমেও সেন্সরশিপ প্রয়োজন। এখন সবারই স্মার্টফোন ব্যবহার করছে-হোক তা শিশু-কিশোর, প্রাপ্তবয়স্ক বা বয়োজ্যেষ্ঠ। ছোটবেলায় আমরা অভিভাবকর নিয়ন্ত্রণে অনুষ্ঠান আর ফিল্ম দেখতাম, আর এখন পরিস্থিতি ভীতিকর।তাই আমি মনে করি সেন্সরশিপ দরকার তাই অনুষ্ঠান আর চলচ্চিত্র নির্মাণের সময় আমাদের সীমা অতিক্রম করা উচিত নয়,” দালজিত একটি সংবাদ সংস্থাকে বলেন। গত ১১ নভেম্বর স্ট্রিমিং মাধ্যমকে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে আনা হয়েছে। এতে ভারতের ওটিটি (ওভার দ্য টপ) কনটেন্ট নির্মাতারা কঠোর সেন্সরশিপের শঙ্কায় আছে। এতদিন পর্যন্ত এই মাধ্যমটি ভারতের ইলেকট্রনিক ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে ছিল। দালজিত জানান তিনি একাধিক প্রজেক্টের কাজ করার বিবেচনা করছেন এবং ডিসেম্বরে শুটিংয়ের অংশ নেয়া শুরু করবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন