শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

স্টেজ শোতে ব্যস্ত হয়ে উঠেছেন আঁখি আলমগীর

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০২০, ১২:০৮ এএম

সঙ্গীতশিল্পী আঁখি আলমগীর স্টেজ শোতে ব্যস্ত হয়ে উঠছেন। করোনার সেকেন্ড ওয়েব শুরু হবার কারণে দেশের নানা স্থানের স্টেজ শো বন্ধ হয়ে গেলৌ আঁখি আলমগীর তার শোগুলো নিয়মিত করছেন। গত দুই দিনে তিনি কক্সবাজারে দু’টি স্টেজ শো’তে অংশ নেন। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে অক্টোবর মাস থেকেই আমি স্টেজ শো’তে পারফর্ম করছি। পরপর দু’দিন কক্সবাজারে করোনার মধ্যে স্বাস্থ্যবিধি মেনে স্টেজ শোতে পারফর্ম করি। তিনি বলেন, আমি সবসময়ই আমার কাজ নিয়ে সন্তুষ্ট থাকি। আল্লাহ আমাকে যেভাবে রেখেছেন, যেভাবে আছি, আলহামদুলিল্লাহ। সবাই করোনার মধ্যে নিরাপদে থাকুন, সচেতন থাকুন, ভালো থাকুন এই কামনা করি।’ অভিনয়ে ছোটবেলাতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন আঁখি আলমগীর। তবে সঙ্গীতশিল্পী হিসেবে এই পুরস্কারপ্রাপ্তি না ঘটায় সঙ্গীত জীবনের দীর্ঘদিনের পথচলায় আফসোস ছিল। তবে তার বাবা নায়ক আলমগীরেরই পরিচালনায় ‘একটি সিনেমার গল্প’তে ‘গল্প কথার ঐ কল্পলোকে জানি একদিন চলে যাবো’ গানটি গেয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। বাংলাদেশের সংষ্কৃতি অঙ্গনে আঁখি আলমগীর একইসঙ্গে সঙ্গীতশিল্পী এবং অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এদিকে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত সরকারী অনুদানের সিনেমা ‘আশীর্বাদ’ সিনেমায় গান গেয়েছেন আঁখি আলমগীর। গান লিখেছেন সুদীপ কুমার দীপ। গানটির সুর সঙ্গীত করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বরেণ্য সুরকার, সঙ্গীত পরিচালক ইমন সাহা। আঁখি আলমগীর প্রথম প্লে-ব্যাক করেন ইস্পাহানী আরিফ জাহানের নির্দেশনায় ‘বিদ্রোহী বধূ’ সিনেমায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন