বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী তারিন ‘আহারে কি মায়ায়’ নামে ঈদের একটি বিশেষ নৃত্যানুষ্ঠা করেছে। এটি তার একক নৃত্যানুষ্ঠান। কোরবানি ঈদে নাটকের বাইরে এই নাচের অনুষ্ঠান দিয়েই বিশেষ চমক দিতে আসছেন এ জনপ্রিয় অভিনেত্রী। তারিন বলেন, আমার কাছে নাচ বরাবরই অন্যরকম ভালো লাগার বিষয়। অভিনয়ের মতোই এটা আমার রক্তে মিশে আছে। অনেকদিন ধরে নাচটা করা হয়ে উঠছিলো না নানা কারণে। এবার চমৎকার এই অনুষ্ঠানটি করতে পেরেছি। নাচ নিয়ে ভাবতে ভালো লাগছে। এ জন্য বেশ খাটতেও হয়েছে আমাকে। বেশ কয়েকদিন এ অনুষ্ঠানের জন্য রিহার্সেল করতে হয়েছে। আশা করছি, দর্শক অনুষ্ঠানটি উপভোগ করবেন। অনুষ্ঠানে তারিন আধুনিক, লোক গান, কন্টেমপোরারী, ইজিপসিয়ান, ময়ূর নাচ করেছেন। নাচগুলো পরিচালনা করেছেন নৃত্যশিল্পী ইভান শাহিরয়ার সোহাগ। শাহীদ শরীফের প্রযোজনায় ‘আহারে কি মায়ায়’ অনুষ্ঠানটি আরটিভির ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন