শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

আবার বিয়ের জন্য প্রস্তুত স্যান্ড্রা বুলক

প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ব্রায়ান রেন্ডালের সঙ্গে অভিনেত্রী স্যান্ড্রা বুলকের সম্পর্ক শুধু এক গ্রীষ্মের প্রেম নয় বলেই মনে হচ্ছে। একটি সূত্র জানিয়েছে তাদের সম্পর্ক এখন অনেক গভীর এবং অভিনেত্রীটি আরেকবার বিয়ে করা জন্য তৈরি।
“বাচ্চাদের স্কুলের ছুটি শেষ হবার আগে পর্যন্ত তারা গ্রীষ্মের পুরোটা উপভোগ করছেন,” সূত্রটি ইঅনলাইন ডটকমকে বলেছে।
সূত্র আরও বলেছে, “বাচ্চাদের স্কুলে পাঠাবার সময় তারা আবার লস অ্যাঞ্জেলেসে ফিরবেন। তাদের সম্পর্ক আগের চেয়েও অনেক অন্তরঙ্গ।”
বুলক আর রেন্ডাল তাদের সম্পর্ককে একান্তে রাখতেই বেশি আগ্রহী। এছাড়া তাদের একসঙ্গে ছবিতে খুব কম সময়ই পাওয়া গেছে। এরপরও এই গ্রীষ্মে ইউনিভার্সাল স্টুডিওতে একটি ফ্যামিলি ডেতে একসঙ্গে দেখা গেছে। এই সময় আলোকচিত্রীরা অন্য কাজে ব্যস্ত থাকর কারণে তাদের ছবি তুলতে ব্যর্থ হয়।
সূত্র বলেছে, “স্যান্ড্রা আর ব্রায়ান জীবন সঙ্গী। তাদের ঘনিষ্ঠ বন্ধুরা স্যান্ড্রাকে এর আগে এতো সুখী কখনও দেখেনি। তিনি এখন তাদের সম্পর্ককে স্থায়ী করার জন্য আগের চেয়ে বেশি সিরিয়াস।”
স্যান্ড্রা এর আগে টিভি ব্যক্তিত্ব জেসি জেমসকে বিয়ে করেছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন