শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

রিয়েলিটি শোতে অরিজিত সিং

প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

গায়ক অরিজিত সিংয়ের যাত্রা শুরু হয়েছিল একটি রিয়েলিটি শো দিয়ে। এবার তিনি নিজেই একটি রিয়েলিটি শোতে দায়িত্ব পালন করবেন। ‘তুম হো’, ‘সোচা না সাকে’, ‘কাভি জো বাদল বারসে’ এবং ‘মুশকুরানে’র মত গানের জন্য খ্যাত শিল্পীটি ‘র স্টার’ নামের অনুষ্ঠানটিতে এই দায়িত্ব পালন করবেন।
কথা ছিল স্টার প্লাসে অনুষ্ঠানটি প্রচারিত হবে, কিন্তু পরিবর্তিত সিদ্ধান্তে এটি এখন লাইফ ওকে’র অনুষ্ঠান। উল্লেখযোগ্য এটি স্টার প্লাসের ‘ইন্ডিয়া’স র স্টার’ অনুষ্ঠানটির সিকুয়েল নয়। একেবারে নতুন ফরম্যাটে অনুষ্ঠানটি নির্মিত হচ্ছে। পারফরমেন্সের বদলে অংশগ্রহণকারীদের গাইবার দক্ষতার ওপর জোর দেয়া হবে এতে। এতে তিনি চ্যালেঞ্জ করবেন আর প্রতিযোগীদের মেন্টর হবেন এবং গ্রæমিং করবেন। বিশ্বের সব জায়গা থেকে প্রতিযোগীদের সুযোগ দেয়া হবে।
‘র স্টার’ অনুষ্ঠানটির অডিশন রাউন্ড সরাসরি প্রচারিত হবে ২১ আগস্ট থেকে।
এর আগে অরিজিত সাম্প্রতিক বøকবাস্টার ‘সুলতান’ থেকে তাকে বাদ দেয়ার জন্য অভিনেতা সালমান খানের সমালোচনা করেন। পরে তিনি ফেইসবুকের মাধ্যমে তার মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন।
ছবি: বাঁধন মিউজিক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন