শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে কাপ্তাইয়ে আ.লীগের বিক্ষোভ সমাবেশ

কাপ্তাই (রাঙ্গামাটি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০২০, ১২:৪৬ পিএম

কুষ্টিয়া নির্মানাধীন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য মৌলবাদী গোষ্ঠী কর্তৃক ভাংচুরের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ কাপ্তাই উপজেলা শাখা এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে রবিবার (৬ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা সদর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসুইছাইন চৌধুরীর সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আক্তার হোসেন মিলন এর সঞ্চালনে এইসময় বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল হোসেন, কাপ্তাই মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মনোয়ার জাহান, কাপ্তাই বিদ্যুৎ শ্রমিক লীগ ( সিবিএ) সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, কৃষকলীগের সাধারণ সম্পাদক সুধীর তালুকদার, যুবলীগের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ ছিদ্দিক, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফজলুল কাদের মিলন, উপজেলা ছাত্রলীগের সভাপতি এম নুর উদ্দিন সুমন। এইসময় কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, সাবেক যুগ্ম সম্পাদক স্বপন বড়ুয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মাকসুদর রহমান বাবুল, সুজন তনচংগ্যা ধনা, সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক অজয় সেন ধনা, আওয়ামী লীগ এর সাবেক কৃষি বিষয়ক সম্পাদক দয়ারাম তনচংগ্যা, সাবেক ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক হানিফ বাবুল সহ উপজেলা আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড এর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা মানে বাঙালির জনগণের হ্রদয়ে আঘাত করা। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে বাঙালী জাতিকে দমিয়ে রাখা যাবেনা। ৭১ এর পরাজিত শক্তি আজ মাঁথা ছাড়া দিয়ে উঠছে, তাই আজ সকলকে ঐক্যবদ্ধ হয়ে অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
এর আগে একটি বিক্ষোভ মিছিল উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার হতে শুরু হয়ে কাপ্তাই সড়ক হয়ে বড়ইছড়ি বাজার এবং উপজেলা ক্যাম্পাস প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশে যোগ দেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন