সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

অরুণা বিশ্বাসের নির্মিত খন্ড চলচ্চিত্র ঠিকানা বত্রিশ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০২০, ১২:০২ এএম

মুজিব বর্ষ উপলক্ষ্যে অভিনেত্রী-নির্মাতা অরুণা বিশ্বাস নির্মাণ করেছেন খন্ড চলচ্চিত্র ‘ঠিকানা বত্রিশ’। এর কাহিনী, সংলাপ, চিত্রনাট্য তিনি নিজেই করেছেন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অরুণা বিশ্বাস নিজে’সহ জয়ন্ত চট্টোপাধ্যায়, শহীদুল আলম সাচ্চু, ম আ সালাম, মুকুল সিরাজ, আশনা হাবিব ভাবনা। মুক্তিযুদ্ধের সময়কাল এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মানবিক মহানুভবতার গল্প উঠে এসেছে এই খন্ড চলচ্চিত্রে। অরুণা বিশ^াস বলেন, ‘চলচ্চিত্রটি নির্মাণ করার ক্ষেত্রে আমাকে সবচেয়ে বেশি অনুপ্রেরণা দিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের শ্রদ্ধেয় আবু বকর সিদ্দিকী। তিনি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। তার অনুপ্রেরণাায় খন্ডচিত্রটি নির্মাণ করতে পেরেছি। মুক্তিযুদ্ধের সময় অনেক মেয়ে ধর্ষিত হয়েছে, পিতৃহারা হয়েছে। তাদেরকে বঙ্গবন্ধু বলেছিলেন, তাদের বাবার নামের জায়গায় যেন তার নাম লিখে দেন এবং বত্রিশ নাম্বার বাসাই তাদের ঠিকানা। এই বিষয়টিও উঠে এসেছে এই চলচ্চিত্রে। এতে যারা অভিনয় করেছেন প্রত্যেকেই যার যার চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন। তিনি বলেন, আমাদের শিল্পীরা অনেক কষ্ট করেন, শ্রম দেন। কিন্তু আমরা সত্যিকার অর্থে যথাযথভাবে সম্মান দিতে পারি না। আমি এখন থেকে নিয়মিত নির্মাণে থাকার চেষ্টা করবো এবং সত্যিকার অর্থেই যারা জাত শিল্পী তাদের নিয়ে অভিনয় করবো।’ অরুণা বিশ্বাস জানান, শিগগিরই দেশের প্রায় সবগুলো চ্যানেলেই খন্ড চলচ্চত্রটি প্রচার হবে। এরইমধ্যে তিনি ‘এক আজলা আগুন’ নামেরও একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন