বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিক্ষাঙ্গন

কীর্ত্তিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়

প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় এবারে ঝালকাঠি জেলার শ্রেষ্ঠ স্কুল নির্বাচিত হয়েছে সদর উপজেলার কীর্ত্তিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১৯০৩ সালে প্রতিষ্ঠার পর থেকে স্কুলটি সুদীর্ঘ ১১৩ বছর যাবৎ এলাকায় জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছে। স্কুলের প্রধান শিক্ষক শিমুল সুলতানা হেপি ২০১১ সালে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠসহ চারবার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। তার দক্ষ পরিচালনা ও ৮ জন শিক্ষকের অক্লান্ত পরিশ্রমে স্কুলটি শিক্ষা ছাড়াও ক্রীড়া, সাহিত্য, সংস্কৃতি, কাবিংসহ সহশিক্ষা কার্যক্রমেও সফলতা পেয়েছে। স্কুলের মেয়েরা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে বিভাগীয় পর্যায়ে রানার্সআপ হয়েছে। স্কুলটির প্রধান শিক্ষক শিমুল সুলতানা বলেন, স্কুলটিতে রয়েছে সুসজ্জিত প্রাক-প্রাথমিক শ্রেণীকক্ষ, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ স্মৃতি জাদুঘর, পাঠাগার ও বিশাল খেলার মাঠ। স্কুলে নিয়মিত দেয়ালিকা ও ম্যাগাজিন প্রকাশিত হয়। তিনি আরো বলেন, নিয়মিত কার্যক্রমের মধ্যে রয়েছে মা সমাবেশ, নাটক মঞ্চায়নসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকা- ও জাতীয় দিবস উদযাপন। কীর্ত্তিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় তিনশ’। সমাপনী পরীক্ষায় উল্লেখযোগ্য বৃত্তি লাভসহ পাসের হার শতভাগ। শিক্ষার্থীদের ঝরে পড়ার হার প্রায় শূন্য। শিক্ষাপ্রতিষ্ঠানটি ইতোমধ্যে ‘মডেল স্কুল’ হিসেবে সুনাম কুড়াতে সক্ষম হয়েছে। এলাকাবাসীর প্রত্যাশা কীর্ত্তিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বাংলাদেশের মধ্যে একটি অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হবে এবং শিক্ষার আলো ছড়িয়ে দূর করবে সকল অন্ধকার।
ষ শিক্ষাঙ্গন রিপোর্ট

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন