শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিক্ষাঙ্গন

পবিপ্রবি ও দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

গত ৩ আগস্ট পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং দক্ষিণ কোরিয়ার সানসুন ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৩টি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামসুদ্দীন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন। সানসুন ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের পক্ষে প্রফেসর ড. সুপ নাউ এবং প্রফেসর ড. পার্ক কিউমজু সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন। এর ফলে উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে সুযোগ সৃষ্টি হবেÑ যা শিক্ষাক্ষেত্রে ব্যাপক সাফল্য বয়ে আনবে। এছাড়া ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামসুদ্দীন জাপানে সুফুতা বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে ৩০ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত ৩ দিনব্যাপী সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। উল্লেখ্য, পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামসুদ্দীন গত ২৭ জুলাই জাপান ও দক্ষিণ কোরিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে সমঝোতা চুক্তি ও সেমিনারে অংশগ্রহণের জন্য জাপান গমন করেন। ষ শিক্ষাঙ্গন রিপোর্ট

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন