বিনোদন ডেস্ক : অমিতাভ রেজা চৌধুরীর পরিচালিত আয়নাবাজি সিনেমাটি এ মাসে মুক্তি দেয়ার কথা ছিল। বর্ষা মৌসুম ও উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতির কথা বিবেচনায় রেখে চলচ্চিত্রের প্রযোজকবৃন্দ চলচ্চিত্রটি আগামী ঈদের পর দেশব্যাপী মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন। তবে, কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ও প্রশংসিত ভিন্ন ধারার চলচ্চিত্রটির প্রতি দর্শকের আগ্রহ বৃদ্ধি করার জন্য আগামী সপ্তাহ থেকে প্রচারাভিযান শুরু করা হচ্ছে। চলচ্চিত্রটির সাথে জড়িত অভিনয়শিল্পী ও কলাকুশলীসহ অনেকেই এ প্রচারাভিযানের সাথে যুক্ত হবেন। এ প্রসঙ্গে চলচ্চিত্রটির পরিচালক অমিতাভ রেজা চৌধুরী বলেন, আয়নাবাজি সব মানুষের ছবি, বাংলাদেশের সকল মানুষের সৃজনশীল বিনোদনের জন্য ছবিটি বানানো হয়েছে। আশা করছি, আমার এই ছবিটি দর্শকদের বিনোদন চাহিদার খোরাক মিটিয়ে তাদের মনে জায়গা করে নেবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন