ইসরায়েলের কঠোর সমালোচনা করে সউদি আরবের সাবেক গোয়েন্দাপ্রধান যুবরাজ তুর্কি আল-ফয়সাল বলেছেন, ইসরায়েল নিজ দেশেও বর্ণবাদের প্রাচীর তৈরি করে রেখেছে । দেশটিতে ইহুদি ছাড়া অন্য ধর্মের অনুসারীরা রাষ্ট্রীয় বৈষম্যের স্বীকার। -টাইমস অব ইসরাইল
সম্প্রতি বাহরাইন সম্মেলনে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গাবি আশকেনাজির সামনে এসব কথা বলেন তিনি। সউদি এই যুবরাজ ইসরায়েলকে সাম্রাজ্যবাদী, দখলদার ও স্বঘোষিত ইহুদি রাষ্ট্র বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘পুরো ফিলিস্তিনকে তারা এখন একটি কারাগারে পরিণত করেছে। মিসর ও জর্ডানের পর সম্প্রতি ইসরায়েলকে স্বীকৃতি দেয় বাহরাইন, আমিরাত ও মরক্কো। স্বীকৃতি দিতে সউদি আরব ও পাকিস্তানকেও চাপে রেখেছে এ ইহুদিবাদী দেশ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন