মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

একসঙ্গে ডিজিটাল আর পর্দায় মুক্তির বিপক্ষে ক্রিস্টোফার নোলান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০২০, ১২:০৪ এএম

ওয়ার্নার ব্রাদার্স সিদ্ধান্ত নিয়েছে ২০২১ সালের সব ফিল্ম তারা একসঙ্গে প্রচলিত পদ্ধতিতে থিয়েটারের পর্দায় এবং ডিজিটাল বা ওটিটিতে মুক্তি দেবে। এই সিদ্ধান্তকে মেনে নিতে পারেননি হলিউডের প্রথম সারির নির্মাতা ক্রিস্টোফার নোলান। তার মতে এটি অগোছালো পদক্ষেপ। এই সিদ্ধান্তের অনুসরণে ‘ওয়ান্ডার ওম্যান নাইন্টিন এইটিফোর’ থিয়েটারে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম এইচবিও ম্যাক্সে মুক্তি দেয়া হবে। স্টুডিওটি জানায় ২০২১ সালের সব ফিল্ম তারা একই ভাবে মুক্তি দেবে। “অবিশ্বাস্য। বিশেষ করে তারা কাজটি যেভাবে করছে। সিদ্ধান্তটি বিতর্কিত কারণ তারা কাউকে আগে জানায়নি। ২০২১ সালে তাদের বিশ্বের শ্রেষ্ঠ নির্মাতাদের ফিল্ম আছে, শীর্ষ তারকাদের ফিল্ম আছে যারা বছরের পর বছর এসব প্রজেক্টে কাজ করেছে। এগুলো তাদের খুব হৃদয়ের কাছের কাজ আর তাদের আশা এগুলো বড় পর্দায় দেখান হবে,” নোলান বলেন। “একসঙ্গে সবচেয়ে বেশি দর্শক যাতে দেখতে পারে সেভাবে এগুলো তৈরি। আর তারা এখন সেগুলোকে বিপর্যয়ের জন্য স্ট্রিমিং সার্ভিসে মুক্তি দিতে চাইছে। কারও সঙ্গে পরামর্শ না করেই। সুতরাং বিষয়টি বিতর্কিত। আর খুবই অগোছালো। এভাবে নির্মাতা, তারকা আর কুশলীদের সঙ্গে আচরণ করা উচিত নয়। তাদের সঙ্গে আগে পরামর্শ করে নেয়া দরকার ছিল,” তিনি আরও বলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন