বিনোদন ডেস্ক : গত ঈদে সঙ্গীতশিল্পী এফ এ সুমনের প্রকাশিত হয়েছে পাঁচটি অ্যালবাম। তবে এবার ঈদে তিনি একটি বিশেষ অ্যালবাম নিয়ে হাজির হচ্ছেন। নাম ‘শূন্য ফলাফল’। মাত্র তিন গান দিয়ে সাজানো এই অ্যালবামের গীতিকার প্রদীপ সাহা। গানগুলোর সুর করেছেন অভি আকাশ এবং সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। ‘শূন্য ফলাফল’ প্রসঙ্গে এফ এ সুমন বলেন, ‘প্রদীপ দা’র কথা আর অভির সুরে দারুণ তিনটা গান গাইলাম। খুব ভালো লেগেছে। এই ঈদে এটি আমার অন্যতম অ্যালবাম হয়ে থাকবে।’ সিএমভি’র ব্যানারে প্রকাশিতব্য অ্যালবামের গানের শিরোনাম হচ্ছে- ভুল মানুষ, শূন্য ফলাফল এবং কতো ভালোবাসি। প্রযোজনা প্রতিষ্ঠান বলছে, ঈদের আগেই অ্যালবামটির অডিও এবং ভিডিও প্রকাশিত হবে। অডিও রেকর্ডিং শেষে এখন প্রস্তুতি চলছে মিউজিক ভিডিও নির্মাণের।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন