বিনোদন ডেস্ক : এ মাসেই ৪টি নতুন ধারাবাহিক নাটক শুরু হতে যাচ্ছে এনটিভিতে। গতকাল থেকে শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘মায়া’। নাটকটি সোম ও মঙ্গলবার রাত ৮.১৫ মিনিটে প্রচার হবে। ফেরদৌস হাসানের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন- আবুল হায়াত, অপূর্ব, মম, অর্থৈ, নমিরা, শাকিল, লুৎফর রহমান জর্জ, শম্পা রেজা, মম আলী, দিলারা জামান, সৈয়দ হাসান ইমাম, মামুনূর রশীদ, ডলি জহুর প্রমুখ। ২৩ আগস্ট থেকে শুরু হচ্ছে ‘তরুণ তুর্কি’। নাটকটি মঙ্গল ও বুধবার রাত ১১.৩০ মিনিটে প্রচার হবে। ইমরাউল রাফাতের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন এফ এস নাইম, নোভা, তৈসিফ মাহবুব, এ্যালেন শুভ্র, স্পর্শিয়া, সিয়াম আহমেদ, জোভান, শামীম হাসান সরকার, তাসনুভা তিশা, সামিরা খান মাহি, মনিরা মিঠু, সাবেরি আলম, খালেকুজ্জামান, কাজী উজ্জল, হিন্দোল রয়, শিখা মৌ, কিসলু চৌধুরী, সাগর হুদা, আচল হোসেন, শোয়েব মনির, রিয়া চৌধুরী, সজল, হিমে হাফিজ, আখি আফরোজ, রবিন, সিয়াম নাসির, শেরা জামান, দিলু ভাই, মুকিত, পারভেজ প্রমুখ। ২৪ আগস্ট থেকে শুরু হচ্ছে ‘সং-সার’। নাটকটি বুধ ও বৃহস্পতিবার রাত ৯.৪৫ মিনিটে প্রচার হবে। গোলাম সোহরাব দোদুলের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন- আবুল হায়াত, দিলারা জামান, আফরান নিশো, অপর্ণা ঘোষ, শতাব্দী ওয়াদুদ, মৌসুমী হামিদ, আ খ ম হাসান, নাদিয়া, এ্যালেন শুভ্র, তানজিন তিশা, রুনা খান, সাঈদ বাবু, মুনিরা মিঠু, মাহমুদুল ইসলাম মিঠু, শিল্পী সরকার অপু, সজল প্রমুখ। এছাড়া আগামী ২৭ আগস্ট থেকে শুরু হচ্ছে ‘আস্থা’। নাটকটি প্রতি শনি ও রবিবার রাত ৮.১৫ মিনিটে প্রচার হবে। এজাজ মুন্না’র রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন- আল মনসুর, সাজু খাদেম, কুসুম শিকদার, উর্মিলা শ্রাবন্তী কর, সাবিলা নুর, ইরফান সাজ্জাদ, শ্যামল মওলা, শামীমা নাজনীন, তানসুভা তিশা, নুসরাত ডায়না, আব্দুল্লাহ রানা, খালেকুজ্জামান, শেলি আহসান, আর আই রবিন. আখি আফরোজ, তুহিন, অপু প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন