কন্ঠশিল্পী সাবরিনা বশির স্টেজ শো, টিভি চ্যানেল এবং অডিও মাধ্যমে সমানতালে গান করছেন। নতুন বছর উপলক্ষে নতুন গান নিয়ে আসছেন তিনি। গানটির শিরোনাম ‘আমরন’। মেহেদী হাসান লিমনের কথায় গানটির মিউজিক করেছেন আহমেদ হুমায়ূন। গানটির ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। নতুন বছর উপলক্ষে শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেল এসবি এন্টারটেইনমেন্ট-এ আগামী ২৫ ডিসেম্বর গানচিত্রটি মুক্তি পাবে। সাবরিনা বশির বলেন, গানটির কথা খুবই চমৎকার। কথার সঙ্গে মিল রেখে মিউজিক দারুন হয়েছে। তাছাড়া সুন্দর একটি ভিডিও নির্মাণ করা হয়েছে। গানটি মূলত কথা নির্ভর। সময়ের চাহিদার কারণে ভিডিও নির্মাণ করা হয়েছে। আশা করি, সবার ভালো লাগবে। সাবরিনা জানান, হারমনি নামে একটি স্টুডিও খুলেছি। এখন থেকে নিজের স্টুডিওতে সব গান করব। ৩১ ডিসেম্বর তাহসান ভাই ও আমার আরও একটি নতুন গান মুক্তি পাবে এসবি এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। আমি সব সময়ই আমার গানের শ্রোতা-দর্শক ও ভক্তদের চাহিদার কথা মাথায় রেখে গান করি। সময়ের চাহিদায় গান এখন শুধু শোনার বিষয় নয়, এটি এখন দেখার বিষয়ও। তাই গানের মিউজিক ভিডিও নির্মাণের ক্ষেত্রে অনেক সচেতন থাকি। আশা করছি, মিউজিক ভিডিওটি সবার ভালো লাগবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন