শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ভেনিজুয়েলার নদীতে রহস্যজনকভাবে ভেসে আসছে গয়না !

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০২০, ২:৫৫ পিএম

ভেনিজুয়েলার মৎস্যজীবী প্রধান এলাকা গুয়াসায় ঘটছে অবাক কাণ্ড! সেখানকার নদীতে ভেসে আসছে বহু মূল্যবান সোনা-রূপার গয়না। মানুষ দাঁড়িয়ে আছে নদীর পানিতে, যদি ভাগ্যে জোটে সোনার গয়না। সম্প্রতি ২৫ বছরের ইয়োলম্যান লারেস একদিন ওই নদী থেকে হঠাৎই কুড়িয়ে পান একটি সোনার হার। সেখানে একটি মেডেলের মতো বস্তুও ছিল। যাতে মা মেরির ছবি খোদাই করা ছিল। সবচেয়ে বড় কথা হারটি সম্পূর্ণ সোনার তৈরি। -নিউইয়র্ক টাইমস, ডেইলি মেইল, নিউইয়র্ক পোস্ট

স্থানীয় সংবাদমাধ্যমে লারেস বলেন, আমি আনন্দে কেঁদে ফেলেছিলাম। তারপর সেই সংবাদ প্রকাশিত হতেই হুলস্থূল পড়ে যায় গ্রামে। গ্রামের মানুষেরা নদীর ধারে গিয়ে সোনার গয়নার সন্ধান শুরু করেন। অনেকেই দাবি করেছেন, শেষ কয়েক মাসে তারা অনেক সোনার গয়না পেয়েছেন। সেগুলো বহুমূল্যে দোকানে বিক্রিও করেছেন তারা। সংখ্যার হিসেবে এখনও প্রায় ২ হাজার গ্রামবাসী ওই ‘স্বর্ণ সন্ধান’-এ অংশ নিয়েছেন। একজন বলেছেন, একটি গয়না তিনি বিক্রি করেছেন প্রায় দেড় হাজার মার্কিন ডলারে। যদিও এখনও পর্যন্ত কেউ বুঝতে পারেননি কোত্থেকে ওই সোনা আসছে। তবে করোনা সংক্রমণের মধ্যে যখন অনেক দেশের মতো ভেনিজুয়েলাও আর্থিক সঙ্কটে ভুগছে, তখন এভাবে সোনা-রূপা হাতে পেয়ে আনন্দে আত্মহারা গ্রামবাসী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন