শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

আগামী ঈদ উল ফিতরে মুক্তি পাচ্ছে মিশন এক্সট্রিম

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০২০, ১২:০২ এএম

কপ ক্রিয়েশন প্রযোজিত বহুল আলোচিত পুলিশ অ্যাকশন সাসপেন্স থ্রিলার সিনেমা মিশন এক্সট্রিম আগামী ঈদ-উল-ফিতর (২০২১)-এ মুক্তি পাচ্ছে সিনেমাটির প্রথম পর্ব। সিনেমাটি চলতি বছর ঈদ-উল-ফিতরে মুক্তির কথা থাকলেও বিশ্বব্যাপী করোনা মহামারি শুরু হওয়ায় মুক্তি পিছিয়ে দেয় প্রযোজনা সংস্থা। তবে দেশ-বিদেশে বন্ধ থাকা প্রেক্ষাগৃহগুলো আবার খুলতে শুরু করায় এবং দর্শকরাও হলমুখী হওয়ায় মুক্তির তারিখ পুনরায় ঘোষণা করেছে প্রযোজনা সংস্থা। বৃহৎ পটভ‚মীর উপর নির্মিত বিগ বাজেটের মিশন এক্সট্রিম সিনেমাটি দুই খন্ডের সিক্যুয়াল। সিনেমা দুটির প্রতি সিক্যুয়েলেই রয়েছে একটি পূর্ণাঙ্গ গল্প। প্রথম খন্ডের মিশন যেখানে শেষ সেখান থেকেই শুরু হয় দ্বিতীয় খন্ডের এক্সট্রিম মিশন। অ্যাকশন, থ্রিল, সাসপেন্স আর দেশপ্রেমের এক অনবদ্য কাহিনী নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। বাংলাদেশের ইতিহাসে সিনেমা নির্মাণের এরকম উদ্যোগ এবারই প্রথম। এ প্রসঙ্গে সিনেমাটির অন্যতম পরিচালক, প্রযোজক ও লেখক সানী সানোয়ার বলেন, ঈদের সিনেমা বলতে আমরা বুঝি বছরের সবচেয়ে বড় সিনেমা, যার মধ্যে থাকবে প্রতিটি দর্শকের আকাক্সক্ষা পূরণের নিশ্চয়তা। প্রতিবেশী দেশেও বিগ বাজেটের সিনেমাগুলো তাদের বড় উৎসবে মুক্তি পায়। মিশন এক্সট্রিম আমাদের দেশে ঈদ-উল-ফিতর-এর মত বড় উৎসবে মুক্তি পাওয়ার মত একটি সিনেমা। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নায়ক আরিফিন শুভ। শুভ বলেন,অনেকটা সময় পাড়ি দিয়ে আমরা আবার হলমুখী হচ্ছি। এটি চলচ্চিত্রের দর্শক, কলাকুশলী এবং নির্মাতাসহ সকলের জন্য প্রত্যাশার। আমার ধারণা, মিশন এক্সট্রিম ঈদে মুক্তির মাধ্যমে দর্শকের হলমুখী স্রোতকে আরো বেগবান করবে যা পুরো চলচ্চিত্র শিল্পের জন্য কল্যাণ বয়ে আনবে। সিনেমাটির অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৮ জান্নাতুল ফেরদৌস ঐশী। তিনি বলেন, ক্যারিয়ারের শুরুতেই এতবড় একটি প্রজেক্টে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমার বিশ্বাস, এই সিনেমারগল্প এবং নির্মানের আধুনিক মান ঈদের উৎসবমুখর পরিবেশে দর্শক মনে নতুন মাত্রা যোগ করবে। আরেক অভিনেতা তাসকিন রহমান বলেন, দর্শকরা সব সময় আমাকে যেভাবে দেখতে চান এবং আমি নিজেকে যেভাবে দেখতে চাই, মিশন এক্সটিম সিনেমায় সেভাবেই তুলে ধরেছি। একটি চমৎকার চরিত্রকে এই সিনেমায় ধারণ করেছি। ঈদে সিনেমা হলে আমার নতুনরূপ নিয়ে সবার সামনেহাজির হবো। উল্লেখ্য, সানী সানোয়ারের কাহিনী, চিত্রনাট্য ওসংলাপের উপর ভিত্তি করে নির্মিত সিনেমাটির শুটিং শুরু হয় ২০১৯ সালের মার্চ মাসে। ঢাকা, গাজীপুর ও দুবাই শহরের নানা লোকেশনে তিন ধাপে সিনেমাটির দুই খন্ডের শুটিং সম্পন্ন হয়। মাইম মাল্টিমিডিয়া এবং ঢাকা ডিটেকটিভ ক্লাব সহযোগী প্রযোজক হিসেবে যুক্ত থেকে সিনেমার দুটি খন্ড নির্মিত হয়েছে। সিনেমাটির প্রথম পর্বে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, ইরেশ জাকের, সুদীপ বিশ্বাস, মনোজপ্রামাণিক, মাজনুন মিজান, খালেদুর রহমান রুমী, মোহাম্মদ হায়দার আলী, রাশেদ মামুন অপু, ইমরান সওদাগর, আরেফ সৈয়দ, দীপু ইমাম, সুষমা সরকার,লায়লা ইমাম, এহসানুর রহমান, শামস সুমন, ইকরাম, নাজমুস সাকিব প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন