ময়মনসিংহের নান্দাইলে আকলিমা খাতুন (১৮) নামে এক মানসিক প্রতিবন্ধীর লাশ মঙ্গলবার বাড়ি সংলগ্ন পুকুরে ভেসে উঠতে দেখা গেছে। পরে নান্দাইল মডেল থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরন করে। স্থানীয় সূত্রে জানাগেছে, প্রতিবন্ধী আকলিমা খাতুন নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের বারুইগ্রামের মো. আব্দুল খালেকের কন্যা। সে আংশিক প্রতিবন্ধী ছিল। তবে গত রোববার থেকে আকলিমা খাতুনকে বাড়িতে পাওয়া যাচ্ছিলনা। তার পিতা আব্দুল খালেক তাকে অনেক খোজঁখুজির পর ঐদিন রাতেই নান্দাইল মডেল থানায় একটি সাধারন ডায়েরী নথিভূক্ত করে। পরে দুই দিন পর মঙ্গলবার ভোর সকালে নিজ বাড়ি সংলগ্ন আনোয়ার মাস্টারের পুকুরে আকলিমা খাতুনের মৃত দেহ লাশ ভেসে উঠে। পরে স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দিলে নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে মৃত দেহ উদ্বার করেন এবং মৃতের প্রকৃত রহস্য উদঘাটনের জন্য লাশ মর্গে পাঠিয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন