বিনোদন ডেস্ক : বাংলাদেশ টেলিভিশন নাট্য নির্মাতাদের সংগঠন ‘ডিরেক্টরস গিল্ড’ বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে। গত সোমবার থেকে তারা জামালপুরের বন্যাকবলিত এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছেন। ‘ডিরেক্টরস গিল্ড’-এর পক্ষ থেকে ত্রাণসামগ্রী বিতরণে অংশগ্রহণ করেন, সাধারণ স¤পাদক এসএ হক অলিকসহ সকাল আহমেদ, মাসুদ মহিউদ্দীন, রিয়াজুল রিজু, চয়নিকা চৌধুরী, হাসান শিকদার, ফজলুল হক, সাজ্জাদ সনি, কবির বাবুসহ বেশ কয়েকজন নাট্য নির্মাতা। এসএ অলিক বলেন, জামালপুর জেলার প্রত্যন্ত একটি চরে আমরা ত্রাণ দিয়েছি। আমাদের সঙ্গে প্রায় ২৫ জনের একটি দল রয়েছে। নাট্য পরিচালক রিয়াজুল রিজু বলেন, আমরা ‘ডিরেক্টরস গিল্ড’-এর পক্ষ থেকে ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছি। এটা অব্যাহত থাকবে। এখন জামালপুরে বিতরণ করছি, এখান থেকে আরো বিভিন্ন বন্যাকবলিত এলাকায় আমাদের এ কার্যক্রম চলবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন