বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা পূর্ণিমা নতুন দুটি পণ্যের মডেল হলেন। আরএফএল গ্রæপের দুটি পণ্যের মডেল হিসেবে দেখা যাবে তাকে। সম্প্রতি এ বিষয়ে একটি চুক্তি করেছেন পূর্ণিমা। পণ্য দুটির একটি হচ্ছে টপার প্রেসার কুকার এবং অন্যটি আরএফএল কিচেন র্যাক। গত ২০ আগস্ট টপার প্রেসার কুকারের বিজ্ঞাপনের শুটিং শেষ করেছেন তিনি। এটি পরিচালনা করেছেন সানবীম আশরাফ। বিজ্ঞাপনটি আসছে কোরবানি ঈদে প্রচার হবে। পূর্ণিমা বলেন, দেশের বৃহৎ এবং অনেক জনপ্রিয় বিপণন প্রতিষ্ঠান আরএফএল। নিজের দেশের পণ্য যারা বিদেশে রফতানি করে বিশ্বের দ্বারপ্রান্তে বাংলাদেশকে পৌঁছে দিচ্ছে তাদের মধ্যে এই প্রতিষ্ঠানটি অন্যতম। এমন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরে আমি সত্যি আনন্দিত। আরএফএলকে ধন্যবাদ জানাই তাদের প্রচারে আমাকে সঙ্গী করে নেয়ার জন্য। সানবীম আশরাফ বলেন, একজন মনোযোগী শিল্পী হিসেবে পূর্ণিমার সুনাম আছে। তিনি সঠিক সময়ে সেটে উপস্থিত হয়েছেন। যেহেতু পণ্যটি প্রেসার কুকার, তাই বিজ্ঞাপনের গল্পটিও সাজিয়েছি গৃহস্থালির আবহে। এখানে পূর্ণিমা একজন সচেতন গৃহিণী হিসেবে হাজির হবেন। তার সঙ্গে দেখা যাবে আরো একজন মডেল আইনুন পুতুলকে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন